বিএনপির মুখে অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা শোভনীয় নয়: কাদের
Date : 26-11-2020
আওয়ামী লীগের ‘অভ্যন্তরীণ গণতন্ত্র’ নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলেছে, তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির মুখে অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা শোভনীয় নয়।’ বুধবার (২৫ নভেম্বর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য, তাদের মুখে এ কথা অনেকটা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো।’
ওবায়দুল কাদের বলেন, ‘যাদের দলে নেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ইতিহাস, তারা আওয়ামী লীগের দোষ খোঁজে। আমরা জানতে চাই, মূল দল এবং অঙ্গ সংগঠনের কাউন্সিল ও কমিটি গঠন করতে ব্যর্থতা কোন গণতন্ত্র? ক্ষমতায় থাকতে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চা তো জনগণ অনেক দেখেছে।’
আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই বলে সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপির নেতারা। এ প্রসঙ্গ তুলে ধরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরও পাল্টা প্রশ্ন তোলেন বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে। তিনি বলেন, ‘যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে, যা জনগণের সাথে প্রতারণা। বিএনপির গণতন্ত্র হচ্ছে—রাতের বেলায় কারফিউ, বছরের পর বছর নিজ দলে কমিটি গঠনে ব্যর্থতা, আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেরা আগুন দেওয়া।’
সম্পাদক ও প্রকাশক : মো : মাহবুবুর রহমান ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: হাবিবুর রহমান । সম্পাদক কর্তৃক বিএস প্রিন্টিং প্রেস ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর ঢাকা খেকে মুদ্রিত ও ৬০/ই/১ পুরানা পল্টন (৭ম তলা) থেকে প্রকাশিত বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১,৫১/ এ রিসোর্সফুল পল্টন সিটি (৪র্থ তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
ফোনঃ-০২-৯৫৫০৮৭২ , ০১৭১১১৩৬২২৬
Web: www.bhorersomoy.com E-mail : dbsomoy2010@gmail.com