জঙ্গিবাদ ও উগ্রবাদের কোন স্থান নেই ---- শেখ শাহ অলম
Date : 2-12-2020
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, ঠেকানোর কারো শক্তি নেই বলে মন্তব্য করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ অলম। তিনি বলেন, আলেম ওলামা তারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন। তারা ইসলামের ধারক ও বাহক। ইসলামে উগ্রবাদের কোন স্থান নেই। উগ্রবাদী কথা জনগণ সমর্থন করে না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে। কোন শক্তির ক্ষমতা নেই এটা বন্দ করার প্রয়োজনে তাদের বিশদাত বেঙ্গে দিয়ে দেশ থেকে বিতারিত করা হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে সামনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মানব বন্দনে একথা বলেন,।
আপনারা জঙ্গিদের ভাষায় কথা বলছেন। একটা স্বাধীন রাষ্ট্র, এখানে পাকিস্তানের প্রেতাত্মা বা রাজাকারদের হুমকি শোনার জন্য এদেশ স্বাধীন হয়নি। এটা স্বাধীনদেশ।বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সবসময় মাঠে থাকবে। ,এসময় বক্তব্য রাখেন মির্ঝা সাখোয়াত,রোকন উদ্দিন পাঠান,সরকার আলম,রাশেদুল ইসলাম রাজীব,আলভী সরকার,সাগরিকা মন্ডল,সিদ্দিকুর রহমান,রাজিয়া বেগম ,শেখ রজনি, চানমিয়া সিকদার,হাজী রওশন আলী,রনিসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো : মাহবুবুর রহমান ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: হাবিবুর রহমান । সম্পাদক কর্তৃক বিএস প্রিন্টিং প্রেস ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর ঢাকা খেকে মুদ্রিত ও ৬০/ই/১ পুরানা পল্টন (৭ম তলা) থেকে প্রকাশিত বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১,৫১/ এ রিসোর্সফুল পল্টন সিটি (৪র্থ তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
ফোনঃ-০২-৯৫৫০৮৭২ , ০১৭১১১৩৬২২৬
Web: www.bhorersomoy.com E-mail : dbsomoy2010@gmail.com