মোঃ সাইফুল ইসলাম হালুয়াঘাট প্রতিনিধি ঃ হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা ইউনিয়নের অর্ন্তগত গড়পাড়া নামকস্থানে গতকাল সোমবার সকাল ৯টায় লড়ির সাথে ধাক্কা লেগে পোনা মাছ মাছ ব্যবসায়ী মোস্তফা (৫০) নিহত হয়েছেন। লড়িটি মাল বোঝাই করে ফুলপুরের দিকে যাচ্ছিল। ঐ সময় মাছ ব্যবসায়ী মাছ ভর্তি দুটি পাতিল নিয়ে রাস্তা পারপার হচ্ছিলেন। আছমকা লড়ি দূর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহত ব্যবসায়ী ১২নং স্বদেশী ইউনিয়নের বাউশী গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। জানতে চাইলে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনার পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।