সরিষাবাড়ীতে শেখ হাসিনার কাছে নৌকার দাবি হেলালের পক্ষে জনতার
Date : 22-7-2023
ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গকন্যা শেখ হাসিনার কাছে নৌকার দাবি জানিয়েছেন হেলালের পক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা সহ তৃণমূল আওয়ামী লীগ।
শনিবার(২২ জুলাই) বিকাল ৪টায় ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের উদ্যোগে ও ভাটারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ৭ সহস্রাধিক নৌকা সমর্থিত জনতা ও নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড হতে খন্ডখন্ড মিছিল নিয়ে এসে যোগদান করে।
এতে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ হোসেন মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও দাবিদার প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এছাড়াও বক্তব্য রাখেন ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ সোনা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আবুল হোসেন তারা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরকার সহ আরও অনেকেই।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মো: দুদু ফকির,বীর মুক্তিযোদ্ধা দুলু উজ্জামান,বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি হালিম সরকার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশাররফ সহ ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড লীগের নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধাগণ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।