জামালপুর ব্যুরো প্রতিনিধি প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বাল্য বিবাহ বন্ধসহ উভয়পক্ষকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনা ঘটেছে পৌরসভার ৫নং ওয়ার্ডের শিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকায়।
সূত্র জানিয়েছে ,গত শুক্রবার(০৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় পৌরসভার তাড়িয়াপাড়া শেখ বাড়ীতে একটি বাল্য বিবাহ অনুষ্ঠিত হয়। এ বাল্যবিবাহের সংবাদ আনসার ও ভিডিপির সদস্যেরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত উপজেলা প্রশিক্ষক রাজু রায়হান কে তারা অবগত করেন।
পরে প্রশিক্ষক রাজু রায়হান বাল্য বিবাহের বিষয়টি জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমানকে জ্ঞাত করেন। এরপর জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুরের নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক রাজু রায়হান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারকে বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহটি বন্ধের পদক্ষেপ নিতে নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনকে।
এরপর সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন কয়েকজন পুলিশ সদস্য সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারকার্য পরিচালনা করেন এবং তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদানের বিচারাদেশ দেন।
এ বিষয়ে সরকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে আমাদের সকলকেই সচেষ্ট থাকতে হবে।
এছাড়াও এ প্রসঙ্গে জেলা কমান্ড্যান্ট মো: মিজানুর রহমান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ ও সচেষ্ট।
শুধু তাই নয়, আমাদের ডিজি মেজর জেনারেল একেএম আমিনুল হক এর দিকনির্দেশনায় এবং ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সার্বক্ষণিক তদারকিতে মাঠ পর্যায়ের ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যরা অত্যন্ত নিবেদিত হয়ে নিজ পাড়া, মহল্লা ও গ্রামে কাজ করছে।
আজ তারা বিভিন্ন সামাজিক অপরাধ মধ্যে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু পাচার, মাদক, চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনকে নিরঙ্কুশ সহায়তা করে আসছে। যার ফলশ্রুতি আজকের এই বাল্যবিবাহ বন্ধের সাফল্যতা বলে জানান তিনি।