রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) রাজধানীর ঝিগাতলায় অভিযান পরিচালনা করেন। জোন ৫/৩ ঝিগাতলার ৬৭/২ ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ভবনটি নকশা বর্হিভুত হওয়ায় তিন লক্ষ টাকা জরিমানা সহ ভবনের ব্যপ্তয়কৃত অংশ আংশিক অপসারন করা হয় ও মুচলেখা দিয়ে ভবনের মালিককে এক মাসের সময় নির্ধারিত করে দেয়া হয়।
রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও অথরাইজড অফিসার রংগন মন্ডল।
জোন ৫/৩ ঝিগাতলায় অভিযান চলাকালীন সময় রাজউকের কর্মকর্তা ইমারত পরিদর্শক মোঃ আবু সায়েম,ইমারত পরির্দশক আলিম, ও ইমারত পরির্দশক শাহীন আরিফুর রহমান,সহ অনন্য ইমারত পরির্দশক, উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (৩১আগষ্ট) সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।