রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Date : 27-9-2023
রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সামাজিক সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বাজার ব্যবস্থাপনা ও পৌরসভার বিভিন্ন সমস্যা নিরসনে বিশেষ বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।সভায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা বিষয়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঈদ-ই মিলাদুন্নবী, দুর্গাপূজা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, পূজা পরিষদের পক্ষে সমীর রঞ্জন সাহা, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।