ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ করাত কল অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।আজ বুধবার দুপুরে এ সকল অবৈধ করাত কলের অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়।
জানা যায় বন বিভাগের কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে দুধ বাজারের মোঃ খবির উদ্দিন লস্করের সোলায়মান হল মার্কেট মোড়ের খন্দকার মইনুল হোসেন এলিট এর কাগজপত্র যাচাই করেন। মোঃ খবির উদ্দিনের কাগজ পত্র যাচাই করে বৈধতা না পাওয়ায় তাকে দশ হাজার টাকা জরিমানা করেন সাথে ১৫ দিনের মধ্যে লাইসেন্স করার নির্দেশ প্রদান করেন।উক্ত করাত কলটি ১৫ দিনের মধ্যে লাইসেন্স করতে ব্যর্থ হলে করাত কলটি বন্ধ করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
পরবর্তীতে মালিপাড়া অবস্থিত খন্দকার মইনুল হোসেন এলিট এর করাতলে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে বৈধতা থাকায় তাকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।
শৈলকুপা হল মার্কেটে অবস্থিত জনৈক সোলাইমানের করাত কলে অভিযান পরিচালনা করার পূর্বে সুলাইমান উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি দেখে পালিয়ে যায়।তাকে খুঁজে না পাওয়ায় তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়।সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিস নির্দেশনা প্রদান করেন।অবৈধ করাত কলের বিদ্যুৎ সংযোগ নির্দেশ মোতাবেক বিছিন্ন করে বিদ্যুৎ অফিস।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন উপজেলার সকল অবৈধ করাত কলের অভিযান চলমান থাকবে। অবৈধ ভাবে কোন করাত কল চলতে দেওয়া হবেনা।সকল করাত কল তাঁর বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে না হলে অভিযান করে বন্ধ করে দেওয়া হবে।