টেংরাগিরি ও ফাতরার বন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম।
Date : 30-4-2024
মো: জহিরুল ইসলাম, বরগুনা :
চারদিকে পানি, এর ভেতরে বন। এর নাম সুন্দরবন। প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারজুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় দুই-তৃতীয়াংশ বাংলাদেশে। এর মধ্যে ১৩হাজার ৬শত ৪৪ একর বরগুনার টেংরাগিরি ও ফাতরার বন। বিশাল ও দুর্গম এই বন রক্ষায় বন বিভাগের যেসব রক্ষী দায়িত্ব পালন করেন, তাদের জীবন অরক্ষিত। তাদের নেই আধুনিক নৌযান ও সরঞ্জাম। ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা।
বনরক্ষীরা বলছেন, সুন্দরবনের একাংশ বরগুনার টেংরাগিরি ও ফাতরার বন এ বনের এক অংশ অন্য অংশে যেতে জলপথই একমাত্র ভরসা। কিন্তু বনের কাঠ চুরি করে নিয়ে যায় দস্যুরা। হরিণ শিকার করে কেউ কেউ। কিন্তু বন বিভাগের জলযান তেমন নেই।
এ অবস্থায় যেসব বনরক্ষী গভীর বনে দায়িত্ব পালন করেন, তারা সেখানে অসুস্থ হয়ে পড়লে লোকালয়ে এনে চিকিৎসা করাটা দুঃসাধ্য হয়ে পড়ে। জেলেদের মাছ ধরা ট্রলারের অপেক্ষায় থাকতে হয় লোকালয়ে এসে চিকিৎসা নেওয়ার জন্য। নেই আধুনিক নৌযান ও সরঞ্জাম। ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা
এর আগে গত ২৪তারিখ ফাতরার বন নাম স্থানে আগুন লাগে । সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক গাছ পুড়ে গেছে । এই পুরে যাওয়া গাছ থেকে ১০০ মিটার বনের ভিতরে প্রবেশ করলেই চোখ ছানাবড়া হয়ে আসে । বনের ভিতর থেকে কাটা হয়েছে অধিক গাছ । পরে এ বিষয় তালতলী থানায় জিডি ও আমতলী জুডিশিয়াল কোটে মামলা দায়ের করেন বন বিভাগ।
ফকিরহাট বিট অফিসার মোশারফ বলেন, আধুনিক নৌযান না থাকায় অভিযান চালাতে সমস্যায় পড়তে হয় বনরক্ষীদের। অপরাধীদের দ্রæতগামী নৌযান আছে।আমাদের কোন নৌযান নেই জেলেদের নৌযান নিয়ে অভিযান পরিচলনা করতে, সেগুলো অপরাধীদের দ্রæতগামী নৌযানের সঙ্গে পেরে ওঠে না। এজন্য অপরাধীদের ধরতে গিয়ে পিছিয়ে পড়তে হয় রক্ষীদের।’
তালতলী রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বলেন, ‘বন সুরক্ষায় দায়িত্বে থাকা বন বিভাগের লোকবল সংকট আছে। আধুনিক নৌযানের সংকট দীর্ঘদিনের
বনে আগুন লাগার বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন, বনে আগুন লাগার পরপরই আগুন নিভাতে সক্ষম হই। বনদস্যদের হাত থেকে বন রক্ষায় স্কার্ট পেট্রল ইন টিম গঠন করা হয়েছে ও তালতলী থানায় জিডি ও আমতলী জুডিশিয়াল কোটে মামলা দায়ের করা হয়েছে ।