প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ণ হয়েছে -শুসেন চন্দ্র শীল
Date : 18-5-2024
মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি, ১৮.৫.২৪
ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে শহীদ উল্লাহ খোন্দকার টিউবওয়েল প্রতিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার কলস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী শুসেন চন্দ্র শীল বলেছেন, আমি আপনাদের সাথে থাকা একজন মানুষ। ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘদিন আপনাদের সাথে মিছিল মিটিং করে বড় হয়েছি। বিগত আড়াই বছর সততার সাথে উপজেলা পরিষদ পরিচালনা করার চেষ্টা করেছি। যেখান থেকেই আপনারা আমার কাছে গেছেন, আপনাদেরকে উন্নয়ন প্রকল্প দেয়ার চেষ্টা করেছি।
বিগত দিনে আপনাদের সাথে থেকে আন্দোলন সংগ্রামে উন্নয়নে জননেতা নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে কাজ করেছি। আমরা দলমত নির্বিশেষে দোয়াত কলমে সকলের ভোট প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়ণ হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোনটি আওয়ামীলীগের রাস্তা, কোনটি বিএনপির রাস্তা, কোন স্কুলে আওয়ামীলীগের ছেলে মেয়েরা পড়ে, কোন স্কুলে বিএনপির ছেলে মেয়েরা পড়ে, এ পার্থক্য করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে করার জন্য দলীয় কোন প্রতিক বরাদ্দ দেয়নি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, এখানে নৌকার প্রতিক নেই, এখানে ধানের শীষের প্রতিক নেই, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষা বান্ধব প্রতিক দোয়াত কলম নিয়েছি। সকল শ্রেণির মানুষ, সকল মনের মানুষ উন্নয়নের পক্ষে দোয়াত কলমে ভোট দেয়ার জন্য নেতাকর্মীদের মাধ্যমে ভোট প্রার্থনা করেন তিনি।
নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ২৭ তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মা বোন ও বাপ ভাইদের কাছে গিয়ে বিনয়ের সাথে ভোট চাইতে হবে। ভোটার স্লিপ ঘরে ঘরে ভোটারদের কাছে পৌছে দিতে হবে।
বৃহস্প্রতিবার সন্ধায় ফেনীর মোটবী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মোটবী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক , মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ এলএলবি এর সঞ্চালনায় দোয়াত কলম, টিউবওয়েল ও কলস মার্কার সমর্থনে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে শহীদ উল্লাহ খোন্দকার (টিউবওয়েল), ফেনী পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক , মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুর্শিদা আক্তার (কলস),
জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, সহ সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুল আফসার আপন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৪ চায় পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটনের সভাপতিত্বে এবং সকাল ১০ টায় ফরহাদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা ও গণ-সংযোগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফোরকান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এছাডাও শর্শদী, লেমুয়া, কাজিরবাগ, পাঁচগাছিয়া, ফরহাদ নগর, ছনুয়া, ধলিয়া, কালিদহ, ফাজিলপুর ও বালিগাও ইউনিয়নে দোয়াত কলম প্রতিকের পক্ষে ব্যাপক প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে।