তুরস্কের বিপক্ষে জিতে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৩-০ গোলের জয়ে এক গোলে সহায়তা করেন রোনালদো। আর এতেই ইউরোতে রেকর্ড গড়লেন সিআরসেভেন।
২১ মিনিটে প্রথম গোলের পর দ্বিতীয় গোলটি আসে আত্নঘাতী থেকে।
অনায়াসে ম্যাচের তৃতীয় গোলটি করতে পারতেন রোনালদো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস তুরস্কের এক ফুটবলারের গায়ে লেগে তার সামনে এসে পড়েছিল। রোনালদোরর সামনে ছিলেন শুধু গোলকিপার। রোনাল্ডোর সঙ্গে বাঁ দিক দিয়ে ছুটছিলেন ব্রুনো ফার্নান্দেজ।
গোল করার সব রকম সুযোগ থাকলেও রোনালদো নিঃস্বার্থ হয়ে ব্রুনোকে পাস বাড়িয়ে দেন। ব্রুনো ফাঁকা গোলে বল জালে ঠেলেন এবং রোনালদোকে গিয়ে জড়িয়ে ধরেন।
এই এসিস্টে রেকর্ড গড়লেন রোনালদো। ইউরোতে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড যৌথভাবে এখন রোনালদোর দখলে।
২০০৪ সাল থেকে ৬টি উইরোতে খেলে ৮টি এসিস্ট করেছেন পর্তুগিজ তারকা। এই আসরে এখনো পর্যন্ত গোল না পেলেও ইউরোর সর্বোচ্চ গোলের রেকর্ডও রোনালদোর। মোট ১৪ গোল করে শীর্ষে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই সুপারস্টার। দ্বিতীয় স্থানে থাকা মিশেল প্লাতিনির গোল ৯টি।
|