ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় ফেনী আলীয়া মাদরাসায় দোয়া মাহফিল
Date : 19-8-2024
মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের জন্য ফেনী আলীয়া কামিল মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট রোববার মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার হোসেন দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক (আরবি) মাওলানা ছালেহ আহমদ ও মাওলানা মোছলেহ উদ্দিন, সহকারি মৌলভী মাওলানা ইছরাইল, আরবি প্রভাষক মাওলানা নুরুল হুদা ও মাওলানা এমদাদ উল্যাহ, সহকারি শিক্ষক (আইসিটি) বিলকিছ আক্তার ও সহকারী শিক্ষক (মহিলা শাখা) মো. হাসান জামিল, কামিল শিক্ষার্থী মো. ইমরান ও ফাজিল শিক্ষার্থী মো. সিয়াম মাসরুর। শেষে দোয়া পরিচালনায় করেন সহকারি অধ্যাপক (আরবি) মাওলানা ছালেহ আহমদ।
বক্তারা বলেন, ছাত্র—জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে সমতা, ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও উন্নত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।