তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শ্লোগান নিয়ে লালমনিরহাটে শিক্ষার্থীদের আন্দোলন
Date : 17-7-2024
লালমনিরহাট প্রতিনিধি:
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকুরিতে কোটা সৈম্য নিরস এন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলার প্রতিদান ও বিচারের দাবীতে ও কোটা সংস্কারের বহিষ্কার এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১২ টার দিকে লালমনিরহাট জেলা প্রাণ কেন্দ্র মিশন মোড়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা, কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব দে, শিক্ষার্থীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে, পুলিশ/ হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাবো। সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে অবিলম্বে আইন পাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহবান জানান। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল,ছাত্রশিবির,ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন।