শ্রীপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে বাড়ী দখলের মিথ্যা অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার
Date : 16-9-2024
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যবসায়ী সেলিম আহম্মেদের বিরুদ্ধে বাড়ী দখলের মিথ্যা অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং একটি দৈনিকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের অভিযোগ করেন ব্যবসায়ী সেলিম আহম্মেদ। রবিবার (১৫ সেপ্টম্বর) বিকেল ৩ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার তার নিজ বাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন। ভুক্তভোগী সেলিম আহম্মেদ মাওনা চৌরাস্তার একজন প্রতিষ্ঠিত মোবাইল ব্যবসায়ী এবং শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক। সে কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার মোতালেব বেপারীর ছেলে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং একটি দৈনিকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওই ব্যবসায়ী।অভিযুক্ত কবির তালুকদার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে সাংবাদিকদেরকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটি দৈনিকে সংবাদ প্রচার করে ব্যবসায়ী সেলিম আহম্মেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, একটি পক্ষ আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনামে ঈর্ষান্বিত হয়ে আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। কবির তালুকদার গাজীপুরের সাবেক এসপি এবং ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন-অর রশীদ এবং গাজীপুরের তৎকালীন গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি আমীর হোসেনের সহযোগীতায় আমার বাবার জমি দখলে নেয়। পরে ওই জমিতে দুর্ণীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় কবির তালুকদার আমাকে বিএনপি জামায়াতের নেতা অ্যাখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কারাগারে পাঠায়। ওই মিথ্যা মামলায় আমি ২৯ দিন কারাবরণ করেন। এ সুযোগে কবির তালুকদার আমার বাবার জমিতে জোরপূর্বক বাড়ী নির্মাণ করে। প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে যে বাড়ী দখলের অভিযোগ আনা হয়েছে ওই বাড়িটি আমি এবং আমার ভাইয়েরা পৈত্রিক সূত্রে মালিক। সম্প্রতি সরকার পরিবর্তনের পর অভিযুক্ত কবির তালুকদার পুলিশের সহায়তায় জবরদখলীয় জমির ওপর নির্মিত বাড়ী ছেড়ে পরিবারসহ পালিয়ে যায়। আমার বিরুদ্ধে বাড়ী দখলের যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যে প্রণোদিত। ওই বাড়ীতে আগে যেসব ভাড়াটিয়া বসবাস করতো তারাই এখনো বসবাস করছে। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কবির তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।