চাঁপাইনবাবগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল
Date : 19-1-2025
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৃথকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সেন্টু,নবাবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সারোয়ার জাহান, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি অফিসে জেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আহসান হাবীবসহ অন্যরা। এসময় জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেতার কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।