ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৭টি প্রবেশদ্বারে স্থাপিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করা হয়েছে। যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণের এমন পদক্ষেপে খুশি ঢাবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে পলাশী মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এসব বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করেন।