|
বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান: কোটবাড়ি ও গাবতলির ৫টি ওয়ার্কশপে সতর্কতা, মুচলেকা গ্রহণ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
মাহমুদুল হাসান : রাজধানীর কোটবাড়ি ও গাবতলি এলাকায় অবস্থিত মোটরযান মেরামত ওয়ার্কশপগুলোর বিরুদ্ধে বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টে তৎপরতা দেখা গেছে। আজ ২১ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে বিআরটিএ’র আদালত-৩, ৬ ও ৭ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এবং ট্রাফিক মিরপুর ডিভিশনের সহায়তায় এক যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট পাঁচটি ওয়ার্কশপ—কে কে বডি বিল্ডার্স, সাইদ বডি বিল্ডার্স, প্রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেসার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও এম এস এন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ-এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে দুইটি ওয়ার্কশপে মেরামতাধীন মোটরযানের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মালিক ও ম্যানেজারদের ১৫ এপ্রিল ২০২৫-এর আগে এসব যানবাহন রাস্তায় না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়াও, সড়ক পরিবহন আইন অনুসারে মোটরযান মেরামত কারখানার লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং পাঁচটি ওয়ার্কশপের মালিকদের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয় যাতে তারা ঈদের আগে কোনো ফিটনেসবিহীন, লক্করঝক্কর গাড়ি রাস্তায় না নামান। এ সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ বলেন, "আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
|
|
|
|
|