মোঃআলী হোসেন,সাভারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী ছাত্র এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের মির্জানগর গণস্বাস্থ্য মেডিকেলের সামনে থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।
সমাবেশে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, "পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।"
ছাত্রদল নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরণের হামলার বিরুদ্ধে দলীয় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।