সোমবার ১৫ জুলাই দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে নগরীর জলবদ্ধতা নিরসনে এবং খাল দখল সহ পানি প্রবাহে বাঁধা সৃষ্টি প্রতিরোধে জন্য ব্যবস্থা গ্রহণের জন্য একটি পরিদর্শন টিম নগরীর জেলখানা এলাকায় খাল পরিদর্শন করেন। পরিদর্শনে তারা দেখেন জেলখানা এলাকায় বালু উত্তোলন করে বিশাল এলাকা ভরাট করা হচ্ছে। বৃষ্টির ফলে এই বালু গিয়ে পড়ছে খালে এবং খাল ভরাট হয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হচ্ছে। ফলে বিশেষ করে নগরীর ২ নং ওয়ার্ড কাশর, জেলাখানা রোড় সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে পানি জমে জনদূরভোগের স্বীকার হচ্ছে এলাকাবাসী। এই অবস্থা নিরসনের জন্য রবিবার সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি টিম সরজমিনে খাল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান খাল পরিস্কার রাখতে এবং পানি প্রবাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেল খানার বালু গিয়ে খাল ভরাট হচ্ছে এ বিষয়ে উধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী, মসিক নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিল গোলাম রফিক দুদু এর ছেলে ও সমাজ সেবক সারোয়ার হোসেন হিমেল আরোও অনেকেই।