রাজধানীর তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে রবিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেজগাঁও থানা ছাত্রদল। এ ঘটনার পর পরই রাত ১২টায় ছাত্রদলের উদ্যোগে এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ফার্মগেট মোড় থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা তৈরি করে। মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন।
মিছিলে আরও অংশ নেন ছাত্রদল নেতা মোঃ রাশেদ, সোহেল রানা, মিঠু, রিয়াদ খান, সোহাগ হাওলাদার, আলামিন মুন্সী, তুষার, সুজন, সাইফুল, সালাউদ্দিন ও ইব্রাহিম।সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা জিয়া উদ্দিন কাওছার, ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন সুমন এবং তেজগাঁও থানা কৃষক দলের আহ্বায়ক বাবুল।
বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল সভাপতি আকতার হোসেন ফরাজী বলেন,
> “রাজপথে ককটেল ফাটিয়ে কেউ রাজনীতি করবে—তা হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ যেখানে সন্ত্রাসের আশ্রয় নেবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। পালিয়ে যাওয়া দল ও তাদের সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষ আর মেনে নেবে না।”
তেজগাঁও কৃষক দলের আহ্বায়ক বাবুল বলেন,
> “আমরা রাজপথে আওয়ামী লীগের সন্ত্রাস ও অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধে বদ্ধপরিকর। জনগণ এখন জেগে উঠেছে—এই প্রতিরোধ সর্বত্র ছড়িয়ে পড়বে।”
নেতৃবৃন্দ অবিলম্বে ককটেল বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল চলাকালে তেজগাঁও কলেজের ছাত্রনেতাদেরও একাত্ম হতে দেখা যায়।