কক্সবাজারে হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টার দিকে হিমছড়ি সৈকতে নৌকা নিয়ে সাগরে নামেন তারা।
সকাল ৯টার দিকে তাদের নিখোঁজ হওয়ার খবর আসে।
বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব এ বিষয়ে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল সোমবার বিভাগের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আসিফ আহমেদ, অরিত্র হাসান, সাদমান রহমান সাবাবসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে যান। আসিফ ও অরিত্র বগুড়া এবং সাবাব ঢাকার মিপুরের বাসিন্দা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে সাবাবের মরদেহ পাওয়া যায়। বাকি দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভির মোহাম্মদ হায়দার আরিফ কালের কণ্ঠকে বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি।
স্রোত প্রবল থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। আমি ও বিভাগীয় কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে থাকা দুই শিক্ষার্থী যেন একা না থাকে, সেজন্য তাদের বিভাগীয় সিনিয়রদেরও পাঠানো হয়েছে।
নিহত ও নিখোঁজ তিন শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হলে একই কক্ষে থাকতেন। তাদের মৌখিক পরীক্ষা এখনো বাকি ছিল, যা আগামী ১০ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কয়েকদিন পরই তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছিলেন—কিন্তু এ দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন ছিনিয়ে নিল।