রিজার্ভ এর চুরি হয়নি তা পায়রা বন্দরে কাজে লাগানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী
মোঃ খোকন হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন। এসময় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের পায়রার প্রথম টার্মিনাল প্রান্তে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোস্তফা কামাল ও পায়রা বন্দরের চেয়ারম্যান মো.সোহায়েল। এসময় পটুয়াখালী-২ আসনের সাংসদ আসম ফিরোজ, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মজিব্বুর রহমান মহিব ও পটুয়াখালী-০৩ আসনের সাংসদ এসএম শাহাজাদা, সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ, পৌরর মেয়র মহিউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা, বরিশাল বিভাগের ডিআইজি মোঃ আখতারুজ্জামান ও কমিশনার সাইফুল ইসলাম সহ পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার বিপিএম পিপিএম মোঃ সাইদুল ইসলাম সহ বিদেশি কূটনীতিক বৃন্দ ও পায়রা বন্দরের কর্মকর্তা - কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো উদ্বোধন করেন সেগুলো হলো, রাবনাবাদ চ্যানেল ঠিক রাখার জন্য দেশের বৃহত্তম ড্রেজিং, প্রথম টার্মিনাল প্রকল্প ও ৮ টি জলযান। এছাড়া আন্ধারমানিক নদের উপর ১ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সেতু ও ছয় লেনবিশিষ্ট সড়কের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়।
|