|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সড়ক পরিবহনের শৃঙ্খলা ফেরাতে পুলিশের পাশাপাশি বিআরটিএ কর্মকর্তারা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন   * উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে চায় শুভ আহম্মেদ   * নরসিংদী মেহের পাড়ার সাবেক চেয়ারম্যান মাহবুব হত্যা মামলার আসামি কাতার বিমানবন্দরে গ্রেফতার   * ময়মনসিংহ জেলা জজ আদালতে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান   * সাঘাটায় ভাঙ্গা মোড়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন   * কুষ্টিয়ার মিরপুরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ   * নন্দীগ্রামে আধা কিলোমিটার কাঁচা রাস্তা জন্য দুই উপজেলাবাসীর চরম দুর্ভোগ   * রোবটিক্সের কারণে কর্মহীন হওয়ার আতঙ্কে বাংলাদেশের শিল্প-কারখানা ও কর্পোরেট প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা   * সাঘাটায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কচুয়া ইউনিয়ন কমিটি গঠন   * কাজিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ  

   বিনোদন -
                                                                                                                                                                                                                                                                                                                                 
গায়েব করে দেওয়া হলো অভিনেতা জীবনের ফেসবুক পেজ!

কোকাকোলার বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কিত অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। শনিবার (২৮ জুন) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজটির খোঁজ করা হলে তা পাওয়া সম্ভব হয়নি। এদিকে হ্যাকারদের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। এ ছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে শরাফ আহমেদ জীবনের পেজ সরিয়ে দেওয়ার পর শিমুল শর্মার ফেসবুক পেজেও হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

তবে জীবনের এমন পোস্টের পরেও থামেনি বিতর্ক।
যার জেরে এবার পেজ হারালেন এই অভিনেতা।

গায়েব করে দেওয়া হলো অভিনেতা জীবনের ফেসবুক পেজ!
                                  

কোকাকোলার বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কিত অভিনেতা শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। শনিবার (২৮ জুন) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজটির খোঁজ করা হলে তা পাওয়া সম্ভব হয়নি। এদিকে হ্যাকারদের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। এ ছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে শরাফ আহমেদ জীবনের পেজ সরিয়ে দেওয়ার পর শিমুল শর্মার ফেসবুক পেজেও হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

তবে জীবনের এমন পোস্টের পরেও থামেনি বিতর্ক।
যার জেরে এবার পেজ হারালেন এই অভিনেতা।

পরী মনি কাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
                                  

চিত্রনায়িকা পরী মনির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন। পরীকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার পরীকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই সাকলায়েনকে।


গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরী মনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরী মনির বাসায় সাকলায়েন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়।


আশুলিয়ায় বোট ক্লাবের উদ্যোক্তাদের একজন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরী মনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।


ওই মামলার তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। গোলাম সাকলায়েনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পরী মনিকে নিয়ে রাজারবাগের বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে পরী মনি ও গোলাম সাকলায়েন ১৮ ঘণ্টা সময় কাটান। মামলার তদন্ত করতে গিয়ে পরী মনির সঙ্গে গোলাম সাকলায়েনের সখ্য তৈরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল।


বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। অনার্স শেষ করেই বিসিএসে উত্তীর্ণ হন তিনি। এরপর ৩০তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি।

সমুদ্রে হাঙরের আক্রমণে হলিউড অভিনেতার মৃত্যু
                                  

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত জনপ্রিয় অভিনেতা তামায়ো পেরি হাঙরের আক্রমণে মারা গেছেন। রবিবার (২৩ জুন) বিকেলে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৯ বছর।

বিবিসি প্রতিবেদন অনুসারে, হাওয়াইয়ে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছে তামায়ো পেরির।


দুর্ঘটনার পর স্থানীয় সময় অনুযায়ী প্রায় দেড়টার দিকে মালেকাহানা সমুদ্রসৈকতে জরুরি পরিষেবাগুলো ডাকা হয়। অভিনেতা তামায়ো পেরি নিজেও একজন লাইফগার্ড ছিলেন। জেট স্কির মাধ্যমে তীরে আনার পর প্যারামেডিকরা মৃত ঘোষণা করেন অভিনেতাকে।


পেশায় অভিনেতা হলেও দশ বছরেরও বেশি সময় ধরে পেশাদারভাবে সার্ফিং করছিলেন তিনি।


একটি সার্ফিং সংগঠনের প্রশিক্ষকও ছিলেন। তবে অভিনয় জগতে জনপ্রিয়তা তাকে সিনেপর্দায় ব্যস্ত রাখে। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : অন স্ট্রেঞ্জার টাইডস’, পাইরেটস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় একজন বুকানিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তামায়ো পেরি । এতে জনি ডেপসহ আরো অভিনয় করেছিলেন পেনেলোপ ক্রুজ ও জিওফ্রে রাশের মতো তারকারা।

সেখান থেকেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
ক্যারিয়ারে ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তামায়ো পেরিকে। এ ছাড়া কোমল পানীয় কোকা-কোলার একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে।

এবার আলোচনায় আম্বানির পুত্রবধু রাধিকার পোশাক
                                  

চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি গোটা বলিউড। হাজির ছিলেন ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ।


ইতালিতে বিলাসবহুল ক্রুজে অত্যস্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে এই আয়োজন। আর সেই অনুষ্ঠানে রাধিকার পোশাক এবার প্রকাশ্যে আসতেই জায়গা করে নিল আলোচনায়।
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের জমকালো প্রি-ওয়েডিং পার্টির রেশ যেন কাটছেন না। দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টিতে রাধিকার পোশাক নিয়ে চলছে আলোচনা।


ইতালিতে বিলাসবহুল ক্রুজে অত্যস্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে এই আয়োজন। আম্বানিদের আমন্ত্রণে গেয়েছেন কেটি পেরি আর পিটবুলের মতো আন্তর্জাতিক তারকারা। তবে এখন আলোচনায় কনে রাধিকা মার্চেন্টের পোশাক।


মিড ডে’র প্রতিবেদন থেকে জানা যায়, রাধিকা আর অনন্ত আম্বানি ভালোবাসা প্রকাশ পেয়েছে একটি গাউনে।


রাধিকার ২২তম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিলেন, সেটিই প্রিন্ট করা হয়েছে এই পোশাকে। যাতে লেখা, আমি সব সময় জীবনসঙ্গী হিসেবে তোমার মতো কাউকে খুঁজছিলাম। তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছ। এই গাউনের নকশা করেছেন হংকংয়ে জন্ম নেয়া লন্ডনকেন্দ্রিক ফ্যাশন ডিজাইনার রবার্ট উন।
ভোগকে দেয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, অনন্ত জন্মদিনে আমাকে একটা লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল।


আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটিই ছিল চিঠির মূল বিষয়। চিঠিটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম। চিঠিটা নিয়ে বিশেষ কিছু একটা করতে চাচ্ছিলাম। কেননা এটা এমন একটা সম্পদ যা আমার সন্তান, নাতি-নাতনিদের দেখাতে পারি। আর বলতে পারি, দেখো, এটা আমাদের ভালোবাসার গল্প।


আরও একটি পোশাক নিয়ে আলোচনা চলছে। পোশাকটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে। নিখুঁতভাবে শরীরের মাপ নিয়ে তৈরি হয়েছে ছাঁচ। যাতে শরীরের ভাঁজ আর বাঁকগুলোতে ঠিকঠাক বসে যায়। এভাবেই তৈরি হয়েছে ক্রপ টপ আর স্কার্টের নিচের অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছেন নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার গ্রেস লিং। তোগা পার্টি কনসার্টে এই স্কার্টটি পরেন রাধিকা। এখানেই কনসার্ট মাতান ফরাসি ডিজে ডেভিট গ্যাটা।

তৃতীয় এ পোশাকটি ভারসাচে থেকে নেয়া। কেটি পেরি আর পিটবুলের কনসার্টে ‘ডিজনি রাজকন্যা’ থিমের এ পোশাকে দেখা দেন তিনি। সঙ্গে ছিল ওপালের নেকলেস।


রাধিকার একটি গাউন ছিল ‘কুইন’ থিমে তৈরি। সাটিন ড্রেপড এ গাউনের বিশেষত্ব স্কার্টের মতো ছড়ানো টেইলে। সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলোও নজর কাড়ে আলাদা করে। গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে মাথার মুকুট। অস্ট্রেলীয় ফ্যাশন ডিজাইনার তামারা রালফ পোশাকটির নকশা করেছেন গাউনটির।

গত মার্চে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় প্রি-ওয়েডিয়ের আয়োজন আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছিল। আর ইতালি থেকে ফ্রান্সের পথে জাহাজে করা হয় প্রি-ওয়েডিং পার্টির যেখানে হলিউড-বলিউডের তারকারা হাজির হয়েছিলেন।

 

বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া
                                  

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার (২১ জুন) পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি একজন নাট্যশিল্পী বলে জানা গেছে।

শুক্রবার রাতে বিয়ে সম্পন্নের খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এদিন বেশ কয়েকটি ফেসবুক পোস্টে বিয়ের একাধিক ছবি পোস্ট করেন নাদিয়া। এ সময় নাদিয়া, তার বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।


প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।

ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি। তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া। গোলাম সোহরাব দোদুল, নওশীন, আলমগীর নিলয়, ইমতিয়াজ বর্ষণ, সানজু জনসহ শোবিজের বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন নাদিয়া ও সালমানকে।

মুম্বাইয়ে বসবে সোনাক্ষীর বিয়ের আসর
                                  

মুম্বাইয়ে বসবে সোনাক্ষীর বিয়ের আসর

বাবা শত্রুঘ্ন সিনহার তারকাখ্যাতির জোড়ে বলিউডে প্রবেশ করলেও নিজের অভিনয়শৈলী দিয়ে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে নিয়েছেন সোনাক্ষী সিনহা। সদ্যই মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত সিরিজ ‘হীরামান্ডি।’ সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিরিজটিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসাও পাচ্ছে। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সোনাক্ষী। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুসারে, ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ের পাঁচদিন আগে অর্থাৎ ১৯ জুন হবে জাহির-সোনাক্ষীর সংগীতানুষ্ঠান। আর ২৩ জুন সকালে বিয়ে।
প্রথমে রেজিষ্ট্রেশন করে বিয়ে সম্পন্ন হবে এই জুটির। তারপর সন্ধ্যায় হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি।

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং মুম্বইয়ে বিয়ের আসর বসবে এই জুটির। বিয়ের পরিকল্পনা নাকি অনেকদিন আগেই করা হয়েছিল।
কিন্তু, লোকসভা ভোটের জন্যই তা স্থগিত ছিল। তৃণমূলের টিকিটে এবারও ভোটে জিতেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। তাই বিয়ের অনুষ্ঠান আরও জমজমাট হবে বলেই ধারনা করা হচ্ছে।

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, তারকাখচিত গ্র্যান্ড ওয়েডিং পার্টির সাক্ষী থাকবে মুম্বাই। সোনাক্ষী-জাহিরের বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকায় থাকবেন বলিউডের অনেক তারকা।
এছাড়াও সঞ্জয় লীলা বানশালি থেকে ফারদিন খান, তাহা শাহ বাদুশা, অদিতি রাও হায়দারি, শারমিন শেগল মেহতারা বিয়েতে উপস্থিত থাকবেন যারা সোনাক্ষীর সঙ্গে সর্বশেষ সিরিজ হীরামান্ডি’তে কাজ করেছে।

২ বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবার বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকি বলছে সোনাক্ষীর বয় ৩৭, আর জাহিরের ৩৫। যদিও তাদের সম্পর্কে কথা খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী ও জাহির। বলিউডের বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গিয়েছেন, কখনও বা ডিনার ডেটে। সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সোনাক্ষী-জাহিরের প্রেম গণমাধ্যমেও উঠে এসেছে বহুবার। যদিও শত্রুঘ্ন কন্যা প্রেমের বিষয়ে মুখ খোলেননি।

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।

নীরবতা ভাঙলেন ক্যাট!
                                  


অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার স্বামী ভিকি কৌশলের সাথে লন্ডনে দীর্ঘ ছুটিতে ছিলেন। সে সময়ের কিছু ভিডিও তখন অনলাইনে প্রকাশিত হয়েছিল। যা ঘিরে গুঞ্জন রটে ক্যাটরিনা গর্ভবতী এবং তিনি তার সন্তানের জন্ম দিতে লন্ডনে গিয়েছিলেন। এমনকি ক্যামেরা দেখেই ক্যাটরিনার লুকিয়ে যাওয়ার বিষয়টাও নজরে এসেছিল অনেকের।


তবে গতকাল দেশে ফিরেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ক্যাটরিনা। বিমানবন্দরে নামার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনা একটি লম্বা কালো জ্যাকেট পরেছেন। গাড়িতে ওঠার সময় হাত নেড়ে মুচকি হাসছেন। সেই ভিডিওতে চোখে পড়েনি কোনো বেবি বাম্প। আর এতেই ভক্ত-সমালোচকদের ধারণা পাল্টে গেছে। একজন ‘সুন্দর, উৎকৃষ্ট এবং মার্জিত’ বলে অভিহিত করেছেন।

অন্য একজন লিখেছেন, ‘তিনি গর্ভবতী নন, বিদ্বেষীরা সত্যিই দীপিকার গর্ভাবস্থা নিয়ে সন্দেহ করেছিল এবং ক্যাটরিনার হাঁটার ভিডিও বিশ্বাস করেছিল।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে ভিডিওটির কমেন্টস বক্স। এমনকি দেশে ফিরে ক্যাটরিনাও গুঞ্জন বন্ধ করতে একটি বিবৃতি জারি করেছেন।

যেখানে বলা হয়েছে, ‘সকল মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং জল্পনা বন্ধ করার জন্য অনুরোধ করুন।’

উল্লেখ্য, মেরি ক্রিসমাসের পরে, ক্যাটরিনা কাইফের হাতে রয়েছে ফারহান আখতারের জি লে জারা। এই সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটও অভিনয় করবেন। তবে ছবিটির অগ্রগতি সম্পর্কে কোনো আপডেট নেই। এর বাইরেও এ বছরই মুক্তি পাবে তার ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি।

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন মোনালিসা
                                  

টিভি পর্দার জনপ্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। যার হাসিতে মুগ্ধ হয় হাজারো তরুণ-যুবক। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। তবে সম্প্রতি কাজে ফেরার ইচ্ছা পোষণ করেছেন এই অভিনেত্রী।

২০১২ সালে মোনালিসার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই তিনি বিয়ে করেন নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফকে। পরে ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্কে গিয়ে সংসার শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।

তবে নিজের দেশ ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও খুব বেশিদিন টেকেনি মোনালিসার সেই সংসার। বছরখানেকের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর কেটে গেছে অনেকটা সময়। নতুন করে আর সংসার বাঁধেননি মোনালিসা। এবার জানা গেল, বিয়ের জন্য পাত্র খুঁজছেন মোনালিসা।

কয়েক দিন আগেই আবারও ঢাকায় এসেছেন তিনি। সময় কাটাচ্ছেন পারিবারের মানুষদের সঙ্গে। তবে ঘুরেফিরে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। কবে বিয়ে করবেন মোনালিসা?

বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে তেমন কাউকে পেলে বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন সেটাও জানিয়েছেন মোনালিসা। অভিনেত্রীর ভাষ্য, যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আমাকে ও সম্পর্কের মূল্য দেবে।

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, আমার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চাই। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ এই অভিত্রেী।


সেন্সরের আগে সিনেমা মুক্তি, বিচারের দাবি সোহেল রানার
                                  

নিয়মের তোয়াক্কা না করেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে হিন্দি সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিতে শুক্রবার (৩১ মে) বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা।

জানা গেছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সেন্সর হওয়ার ২ দিন আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান জানায়, গেল ৩০ মে সিনেমাটি সেন্সর হয়েছে।

তার একদিন পর শুক্রবার (৩১ মে) সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২ দিন পর রোববার (০২ জুন) সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। সেন্সর সনদেও ২ জুন রয়েছে।

সেন্সর বিধিবহির্ভূত ভাবে সিনেমাটি মুক্তি পাওয়ায় অন্যায়কারীদের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে আর সিনেমা সেন্সর হবার আগেই মুক্তি পেয়ে যায়। এদের বিচার হওয়া দরকার।

সোহেল রানা বলেন, সিনেমা সেন্সর হয়েছে ২ জুন আর রিলিজ আগে দেওয়া হয়েছে। দেখে নিন জিরো টলারেন্সের দেশে এখনো কি করে এসব ক্রিমিনালরা ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে আর কেউ কোনদিন আইন মানবে না।

বিষয়টি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চলচ্চিত্রের দুই সমিতি পরিচালক ও শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন সোহেল রানা।

যদিও এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম ও বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুনের দাবি, গেল ৩১ মে সিনেমাটি সেন্সর হয়েছে। সার্টিফিকেটে তারিখ ভুল হয়েছে। তারিখ সংশোধন করে নিচ্ছে।

এদিকে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র (রাজকুমার রাও)। তিনি ডাক্তার মহিমাকে (জাহ্নবী কাপুর) পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহি হয়ে যায়। পরষ্পরের ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা এবং আবেগ আবিষ্কার করে। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন।

‘মিস্টার এন্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। এর প্রধান দুই চরিত্রে রয়েছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। 

সীমানার প্রথম জানাজা সম্পন্ন, চিরনিদ্রায় শায়িত হবেন নকলায়
                                  

মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণে। দুপুর ১২টা ১৫ মিনিটে এই নামাজে জানাজা সম্পন্ন হয়।

প্রথম জানাজা শেষে সীমানার মরদেহ যাচ্ছে শেরপুর জেলার নকলা উপজেলাতে। সেখানে তার মরদেহ দাফন করা হবে।

সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, বাদ মাগরিব আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

প্রায় ১৪ দিন অচেতন ছিলেন সীমানা। গেল মাসে তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আশানুরূপ উন্নতি হয়নি বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে মঙ্গলবার (০৪ মে) ভোর ছয়টায় সীমানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে সীমানার পথচলা শুরু হয়। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে ২০২৩ সালে কাজে ফিরেছিলেন সীমানা।


পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন
                                  

লায়লা সুলতানাঃ

বলিউড তারকা রাবিনা ট্যান্ডন পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। তিনি গত তিন দশক ধরে তার ভক্ত-অনুরাগীদের ভিন্ন ভিন্ন ধরনের সিনেমা উপহার দিয়ে এসেছেন। সিনেমায় অসামান্য অবদান রাখার জন্য তাকে এবার পদ্মশ্রী পদক দেওয়া হলো। ভারতের প্রজাতন্ত্র দিবসে চতুর্থ সেরা বেসামরিক পুরস্কার পেলেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বলিউডে ক্যারিয়ার শুরু করেন রবিনা ট্যান্ডন। ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে শুরু হয় তার বলিউড যাত্রা। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ব্লকবাস্টার হিট এই ছবির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাবিনা ট্যান্ডনকে। এরপর থেকে জনপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন।

কখনো তাকে দেখা গিয়েছে ‘লাগলা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘আতিস’, ‘মোহরা’ ছবিতে। কখনো আবার অভিনয় করেছেন ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘দিলওয়ালে’, ‘ইমতিহান’ সিনেমাতে। ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘রক্ষক’, ‘জিদ্দি’, ‘আন্টি নং ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ মতো রোম্যান্টিক কমেডিতেও অভিনয় করেন।

বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন। কমেডি থেকে সিরিয়াস নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন

উল্লেখ্য, ভারতের মুম্বাইতেই রাবিনা ট্যান্ডন জন্মগ্রহণ করেন। জুহুর স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। এরপর মুম্বাইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করতে করতেই প্রথম সিনেমার প্রস্তাব পান রাবিনা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, ‘আমি কখনো ভাবিনি যে অভিনেত্রী হবো। জেনেসিস পিআর-এ তখন ইন্টার্নশিপ করছিলাম। প্রহ্লাদ কক্করের সহকারী হিসেবে কাজ করছিলাম। সেই সময় আমার লুক নিয়ে অনেকেই কথা বলতেন। আমার আশেপাশের লোকেরা আমার চেহারার প্রশংসা করতেন। ’

রাবিনা আরও বলেন, ‘কিন্তু আমাকে প্রথম সুযোগটা দেন ফোটোগ্রাফার - পরিচালক শান্তনু শোরে। তিনি আমাকে ডেকে বলেছিলেন যে তিনি আমার সঙ্গে কাজ করতে চান। সেই সময় মডেলরা অভিনয় জগতে আসতেন। আমি তার প্রস্তাব ফিরিয়ে দেই। প্রহ্লাদ আমাকে বলেছিলেন সে সময় যে, ‘কোটি কোটি মানুষ এই একটা অফার পাওয়ার অপেক্ষায় বসে থাকে। আর তুমি এই সুযোগটা পেয়েও তাতে রাজি হচ্ছো না!’ তখন আমার মনে হয়েছিল, আমার তো হারানোর কিছু নেই। এরপরই ‘পাত্থর কে ফুল’ সিনেমাটি তৈরি হয়।’

   Page 1 of 1
     বিনোদন
গায়েব করে দেওয়া হলো অভিনেতা জীবনের ফেসবুক পেজ!
.............................................................................................
পরী মনি কাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
.............................................................................................
সমুদ্রে হাঙরের আক্রমণে হলিউড অভিনেতার মৃত্যু
.............................................................................................
এবার আলোচনায় আম্বানির পুত্রবধু রাধিকার পোশাক
.............................................................................................
বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া
.............................................................................................
মুম্বাইয়ে বসবে সোনাক্ষীর বিয়ের আসর
.............................................................................................
নীরবতা ভাঙলেন ক্যাট!
.............................................................................................
বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন মোনালিসা
.............................................................................................
সেন্সরের আগে সিনেমা মুক্তি, বিচারের দাবি সোহেল রানার
.............................................................................................
সীমানার প্রথম জানাজা সম্পন্ন, চিরনিদ্রায় শায়িত হবেন নকলায়
.............................................................................................
পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রকাশক: রিনা বেগম
প্রধান সম্পাদক : মো: হাবিবুর রহমান
প্রকাশক কতৃক ৫১/৫১ এ পুরানা পল্টন থেকে প্রকাশিত । সোনালী প্রিন্টিং প্রেস ২/১/এ ইডেন ভবন ১৬৭ ইনার সার্কুলার রোড মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত । বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ৫১/৫১ এ পুরানা পল্টন (৪র্থ তলা) , ঢাকা - ১০০০।
ফোন: ০২২২৩৩৮০৮৭২ , মোবাইল: ০১৭১১১৩৬২২৬

Web: www.bhorersomoy.com E-mail : dbsomoy2010@gmail.com
   All Right Reserved By www.bhorersomoy.com    
Dynamic SOlution IT Dynamic POS | Super Shop | Dealer Ship | Show Room Software | Trading Software | Inventory Management Software Computer | Mobile | Electronics Item Software Accounts,HR & Payroll Software Hospital | Clinic Management Software Dynamic Scale BD Digital Truck Scale | Platform Scale | Weighing Bridge Scale Digital Load Cell Digital Indicator Digital Score Board Junction Box | Chequer Plate | Girder Digital Scale | Digital Floor Scale