ট্রেন চললেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার ভোর থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেললেও স্টেশনে গিয়ে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস শিডিউল অনুযায়ী কমলাপুর স্টেশন ছেড়ে গেলেও নির্ধারিত সময়মতো ছাড়তে পারেনি অন্য ট্রেনগুলো।
এর মধ্যে সবচেয়ে বেশি বিলম্বে ছেড়েছে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর কমলাপুর ছেড়েছে ট্রেনটি। সকাল সাতটায় সময় দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর থেকে যাত্রা করেছে সোনার বাংলা এক্সপ্রেস।
ট্রেনের এ শিডিউল বিপর্যয়ের জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহদাত হোসেন।
তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সময়ের সঙ্গে যাত্রী উপস্থিতিও বাড়ছে। তবে, কারিগরি কারণে এক ঘণ্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হতে দু-এক দিন সময় লাগতে পারে।
কমলাপুর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কারণে দু-একটি ছাড়া সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর নেই। তবে, শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনগুলো ছেড়ে যেতে একটু দেরি হচ্ছে।
শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন থেকে বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৬ টার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস দুই ঘণ্টা ১০ মিনিটি বিলম্বে সকাল ৮টা ১০ মিনিটে, সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টার পরিবর্তে এক ঘণ্টা বিলম্বে সাড়ে ৮টায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে ৮টা ৫০মিনিটে, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, চট্টগ্রাম থেকে সবগুলো ট্রেনই ছেড়ে গেছে। তবে, কিছুটা বিলম্ব হয়েছে। মধ্যরাতে রানিং স্টাফদের অবরোধ প্রত্যাহার হওয়ার পর ভোর থেকে আনুষঙ্গিক কাজ শুরু করতে হয়েছে। এতে ট্রেনগুলো ছাড়তে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হয়েছে।
এদিকে মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের খবর অনেক যাত্রী জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা থাকতে দেখা গেছে। একইসঙ্গে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি থাকলেও কর্মবিরতি প্রত্যাহারে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
প্রসঙ্গত, বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতির ডাক দেন রানিং স্টাফরা। কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।
পরে বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
|
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার ভোর থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেললেও স্টেশনে গিয়ে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস শিডিউল অনুযায়ী কমলাপুর স্টেশন ছেড়ে গেলেও নির্ধারিত সময়মতো ছাড়তে পারেনি অন্য ট্রেনগুলো।
এর মধ্যে সবচেয়ে বেশি বিলম্বে ছেড়েছে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর কমলাপুর ছেড়েছে ট্রেনটি। সকাল সাতটায় সময় দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর থেকে যাত্রা করেছে সোনার বাংলা এক্সপ্রেস।
ট্রেনের এ শিডিউল বিপর্যয়ের জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহদাত হোসেন।
তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সময়ের সঙ্গে যাত্রী উপস্থিতিও বাড়ছে। তবে, কারিগরি কারণে এক ঘণ্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হতে দু-এক দিন সময় লাগতে পারে।
কমলাপুর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কারণে দু-একটি ছাড়া সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর নেই। তবে, শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনগুলো ছেড়ে যেতে একটু দেরি হচ্ছে।
শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন থেকে বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৬ টার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস দুই ঘণ্টা ১০ মিনিটি বিলম্বে সকাল ৮টা ১০ মিনিটে, সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টার পরিবর্তে এক ঘণ্টা বিলম্বে সাড়ে ৮টায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে ৮টা ৫০মিনিটে, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, চট্টগ্রাম থেকে সবগুলো ট্রেনই ছেড়ে গেছে। তবে, কিছুটা বিলম্ব হয়েছে। মধ্যরাতে রানিং স্টাফদের অবরোধ প্রত্যাহার হওয়ার পর ভোর থেকে আনুষঙ্গিক কাজ শুরু করতে হয়েছে। এতে ট্রেনগুলো ছাড়তে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হয়েছে।
এদিকে মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের খবর অনেক যাত্রী জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা থাকতে দেখা গেছে। একইসঙ্গে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি থাকলেও কর্মবিরতি প্রত্যাহারে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
প্রসঙ্গত, বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতির ডাক দেন রানিং স্টাফরা। কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।
পরে বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
|
|
|
|
বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।
বুধবার (২৯ জানুয়ারি) অর্থনীতি পুনর্গঠন, সম্পদপাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে।
বৈঠকে অ্যালেক্স সোরোস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ড. ইউনূসের প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কিভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
অ্যালেক্স সোরোস বলেন, ‘আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সমর্থন করার উপায় খুঁজব।’
প্রধান উপদেষ্টা ওপেন ফাউন্ডেশনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি নজিরবিহীন ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, ‘ডাভোস সফরে গিয়ে আমি যা প্রত্যক্ষ করেছি তা হলো, জুলাইয়ের গণ-অভ্যুত্থান সম্পর্কে অনেকেই জানে না। অনেক অপপ্রচার হচ্ছে।’
প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ‘বিধ্বস্ত ও যুদ্ধবিধ্বস্ত’ অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সমর্থন কামনা করেন।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলডিসি গ্র্যাজুয়েশনে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে ফাউন্ডেশন। এই পদক্ষেপকে প্রধান উপদেষ্টা স্বাগত জানিয়েছেন।
|
|
|
|
আনিছুর রহমান রুবেলঃস্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৪ জানুয়ারী দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনেএ ঘটনা ঘটে। ভুক্তভোগী জৈনসার ইউনিয়নের ভবানীপুর পশ্চিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন শেখের ছেলে আফজাল শেখ (৬৫) ও জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী।ভুক্তভোগী আফজাল শেখ (৬৫) জানান,
নিমতলা ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নিমতলা হতে বাসযোগে ইছাপুরা পৌছিয়ে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত ইজিবাইকে উঠে জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাচ্ছিলাম।জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস আমাকে গতি রোধ করে ডিবি পুলিশ পরিচয়ে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে হ্যান্ডকাফ পরিয়ে তাদের গাড়িতে তোলে।এসময় চশমা ভেঙ্গে চোখ বেঁধে ফেলে এবং আমার নিকট হতে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।পরে আমাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রুহিতপুর এলাকায় ফেলে যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল ) আ ন ম ইমরান খাম জানান,আফজাল শেখ জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকা থেকে একটি মাইক্রোসে উঠিয়ে নিয়ে মারধর করে। পরে মহাসড়কের কেরানীগঞ্জের অজ্ঞাত একটি স্থানে ফেলে যায়। তবে এ বিষয়ে আমরা তদন্ত করে বিস্তারিত পরে জানাতে পারবো।
|
|
|
|
স্টাফ রিপোর্টার:
৪ দশকে প্রায় ৫ শত সিনেমা উপহার দিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীর মিত্র।
৫ জানুয়ারি ২০২৫ রবিবার রাত ১০.১৫ টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফুসফুসের সংক্রমণ জনিত কারণে ৮৪ বছর বয়সে স্বনামধন্য অভিনেতা পবীর মিত্র ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার আসল নাম হাসান ইমাম।
১৯৪৩ সালে ১৯ আগস্ট চাঁদপুর জেলায় তার জন্ম হয় তবে বেড়ে উঠছেন পুরাতন ঢাকায়।
১৯৬৯ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয়ে আসেন। তারপর ৪ দশকে বিভিন্ন চরিত্রে প্রায় ৫ শত সিনেমা উপহার দিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবীর মিত্র।
কিংবদন্তি এই অভিনেতার প্রস্থানে শোকের ছায়া নেমেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে।
জন্ম থেকে জ্বলছি সিনেমা উপহার দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার "আজীবন সম্মাননা" লাভ করেছেন প্রবীর মিত্র, সেই সাথে নবাব সিরাজউদ্দৌলা উপহার দিয়ে বাংলায় গড়েছেন ইতিহাস।
আজ ৬ জানুয়ারি সোমবার বাদ জোহর এফডিসির মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
হারানোর বেদনা চেপে রেখে পরিবার সহ সকল সহকর্মীদের একটাই চাওয়া ওপারে যেন তিনি ভালো থাকেন।
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক :-
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমান `র নির্দেশে দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
প্রধান অতিথি:- সাইফুল আলম নীরব , -সাবেক আহবায়ক, বিএনপি উত্তর, বিশেষ অতিথি :- নাজমুল হক মাসুম, আহ্বায়ক, হাতিরঝিল থানা বিএনপি।
সভাপতিত্ব করবেন :- মেহেদী হাসান মীম -সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। ২০১৮সালে জাতীয় নির্বাচনে বিএনপি কতৃক প্রার্থী ছিলেন ঢাকা-১২ আসনের জনাব সাইফুল আলম নীরব সাহেব বলেন : শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বলেন শেখ হাসিনা রাষ্ট্রীয় চোরদের নিয়ে চলা ফেরা করতেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার মত শেখ পরিবার টাকা পাছার নিয়ে গেছেন বিদেশে এবং শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বলেছিলেন আমার ডানে চোর বামে চোর ৭কোটি কম্বল ছিল তার কম্বল চোরেরা নিয়ে গেছে। তার তার ধারাবাহিকতায় মজিব কন্যার মেয়ে রাষ্ট্রীয় লুটপাট করেছেন বলে অভিযোগ করেন সাইফুল আলম নীরব। শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে ছিল ছাত্রদল তেজগাঁও থানা, হাতিরঝিল, শেরে বাংলা নগর থানা,তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদল সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
|
|
|
|
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ অকাতরে জীবন দিয়েছে। আমরা সবাই তাদের এই দানকে স্বীকার করি। তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না।’
আজ শুক্রবার সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলন উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নৌ-উপদেষ্টা বলেন, ‘সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আয়তনে ছোট হলেও এটি অনেক বড় বড় ব্যক্তির জন্ম দিয়েছে। খুলনার উন্নয়নে এই কলেজের অবদান অনেক। তবে অনেক পুরনো কলেজ হিসেবে এর অবকাঠামোর যতটা উন্নতি হওয়া উচিত ছিল, ততটা হয়নি।’
তিনি আরও বলেন, ‘একসময় খুলনা শহরে মোংলা পোর্টের অফিস ছিল। আমদানিকারক, শিপিং এজেন্টসহ সবার প্রয়োজনে আবার এই অফিসটি খুলনা শহরে ফিরিয়ে আনতে হবে। মোংলা পোর্ট খুলনার পোর্ট, তাই এটিকে বাঁচিয়ে রাখা এবং আরও কার্যকর করার দায়িত্ব আপনাদের সকলের। এখানে কন্টেইনার টার্মিনাল নির্মাণ না হলে বন্দরটির পূর্ণ বিকাশ হবে না। এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. আনিছুর রহমান।
|
|
|
|
নিজেস্ব প্রতিবেদক:
২৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বাংলাদেশ ইসলামী সমন্বয়ে পরিষদের আয়োজনে এবং এস এম আবু তাহেরের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের নিজেস্ব অডিটোরিয়াম হলে বিকেল ৪ টায় জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজনৈতিক বিশ্লেষক,গোলাম সরোয়ার মিলন, এবং সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী,এম নাজিম উদ্দিন আল আজাদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ক্যান্সার গবেষক, ডাঃ এস এম সরওয়ার এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, মাওঃ মোঃ আলমগীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি, মোঃ তানভীর হাসান, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক, মোঃ আল আমিন এবং মোঃ জসিম উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহ সভাপতি,কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি। ইন্জিনিয়ার বি এম এরশাদ। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ ফুয়াদ হাসান সহ আরো অনেকে।
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক :-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়.ঢাকা মহানগরী উত্তর, দক্ষিণ, পূর্ব-পশ্চিম, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সড়ক অবরোধ, নিজস্ব ক্যাম্পাসের সামনে বিক্ষোভ কারী নেতা কর্মীরা অবরোধ করেন এবং কুশপুত্তলিকা দাহ রাকিব নাসির ছবি পোড়ান নেতা কর্মীরা। তারা আরো অভিযোগ করেন -
অযোগ্য, নিষ্ক্রিয় ও ভাড়াটিয়াদের দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে উত্তরা বিএনস সেন্টারের সামনে বিক্ষোভ মিছিল ও কুশপুত্রলিকা দাহ করে করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এ সময় বিক্ষোভ কারীরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে এবং অবিলম্বে এ কমিটি বাতিল করে রাজপথের ত্যাগী, পরিশ্রমী, যোগ্য ও হামলা মামলার স্বীকার কর্মীদেরকে কমিটি গঠন করার দাবি করেন এতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর উপস্থিত ছিলেন
উত্তরের নেতৃত্বদেন - সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক :- মনির হোসেন এবং সহ- দপ্তর সম্পাদক :- মোঃ শাহীন হোসেন সহ অনন্য। তাদের মধ্যে অনেক বলেন এই বিক্ষোভ প্রতিবাদে যোগ দিবেন আরো সাবেক দায়িত্বশীল নেতৃত্ববৃন্দ। এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আওতাধীন কলেজ থানা থেকে সভাপতি /সাধারণ সম্পাদক পদে কোন নেতা নির্বাচন করেনি। কেন্দ্রীয় সংসদ ছাত্রদল এই অভিযোগ রয়েছে থানা নেতাদের। কেন্দ্রীয় সংসদ ইউনিট থেকে মহানগরে নেতা নির্বাচন দুঃখজনক বলে দাবি করেন থানার নেতারা। তারা আরো অভিযোগ করেন ব্যক্তিগত বলয় সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ পদে থানার নেতাদের মহানগরে মূল্যায়ন করেনি দাবি তুলেন বিক্ষোভকারীরা।
এই তালিকা বিক্ষোভ করতে দেখা গেছে - জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থান করছে বিক্ষোভকারীরা। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছবি পোড়ান নেতা কর্মীরা তেজগাঁও কলেজ সামনে , সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, পূর্ব মহানগর, পশ্চিম মহানগর, দক্ষিণ মহানগর, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিরোধ প্রভাব লক্ষ্য করা গেছে। এবং রাজপথে ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল দেখা গেছে।বিক্ষোভ কারীরা পদ বঞ্চিতরা দাবি করেন অতি শীঘ্রই এই কমিটি বাতিল করে যোগ্য ত্যাগী মামলার আসামী জুলাই বিপ্লব সহ রাজপথে যারা আন্দোলন সংগ্রামের ছিলেন জনপ্রিয় মেধাবী শিক্ষার্থীদের দিয়ে নতুন কমিটি করতে দাবি তোলেন।
|
|
|
|
মাহমুদুল হাসান
গাজীপুরের টঙ্গীতে ময়মনসিংহগামী টঙ্গী ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভোররাত ৫ টার দিকে পাথরবোঝাই ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায়। এতে করে গাড়ি চালক গুরুতর আহত হয়ে টঙ্গী একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে গাড়ির হেলপার পালিয়ে যায় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর ওপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর ব্রিজের ওয়ানওয়ে (ময়মনসিংহগামী) ভোরে হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ব্রিজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুল খায়ের গ্রুপের ঢাকা কংক্রিট কোম্পানির মানবসম্পদ ও প্রশাসন (এইচআর অ্যান্ড এডমিন) বিভাগের এক কর্মকর্তা জানান, ওই দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার ছাড়া আর কেউ হতাহত হননি। গাড়িটি দুর্ঘটনায় পড়লে তার সহকারী (হেলপার) দৌড়ে পালিয়ে যায়।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, বড় ব্রিজ নির্মাণের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই টঙ্গী ব্রিজ নির্মাণ করা হয়। বড় ব্রিজ নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো। ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসেবে অনেক আগেই সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা ব্রিজ নদী থেকে তুলে নতুন করে তৈরি করা হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপথের বড় ব্রিজ থাকলেও টঙ্গী ব্রিজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদীর ওপরে টঙ্গী-আব্দুল্লাহপুরে দুই সংযোগস্থলে দুটি ব্রিজ আছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ এবং অপরটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়াতের সময় টঙ্গী ব্রিজটি ভেঙে পড়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) লিয়াকত আলী জানান, বেইলি ব্রিজ ভেঙে গেলেও উড়ালসেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে। তবে উড়ালসেতুর নিচ দিয়ে বেইলি ব্রিজ ব্যবহার করে যেসব যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।
জিএমপির ট্রাফিক বিভাগ তাদের ফেসবুকে পেজে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করে লেখা হয়, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীর ব্রিজটি আজ (শনিবার) ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
|
|
|
|
সংঘর্ষের ঘটনায় গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠ সরকারের নিয়ন্ত্রণে থাকবে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের কেউই মাঠে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকা। কোনো পক্ষকে ইসলামের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছ। মঙ্গলবার গভীররাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
এ বিষয়ে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ‘রাতের আঁধারে সাদপন্থীরা দেশীয় অস্ত্র নিয়ে শুরায়ে নেজামের তাবলিগের সাথীদের উপর অতর্কিত হামলা করে। এতে শাতাধিক আহত ও নিহতের ঘটনা ঘটে। তারা মাঠ দখলে নিয়ে নেয়। শুরায়ে নেজামের সাথীরা আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে অবস্থান করছেন। আর তাই কিছু সাথী বিশ্ব ইজতেমার মাঠ বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।’
নিহতের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সাদপন্থীদের হামলায় আমাদের তিন সাথী ইন্তেকাল করেছেন।’
এদিকে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের বেলাল হোসেন নামের এক সাথীর ইন্তিকাল হয়েছে।’
এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীরা বাহির থেকে হঠাৎ হামলা চালায় বলে দাবি করে জুবায়েরপন্থীরা। এতে শতাধিক আহতের ঘটনা ঘটে। হতাহতদের ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বেলাল হোসেন (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে যোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়।
একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে রাতে দুজন ঘটনাস্থলে ও বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকন্দার হাবিব।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দুজন নিহতের তথ্য পেয়েছি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে হতাহতদের হাসপাতালে আনা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
|
|
|
|
মাহমুদুল হাসান
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে বিজয় উৎসব উদযাপিত।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর মিরপুর ১০ রয়েল টিভি ভবনের তৃতীয় তলায় নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে উৎসবের শুরুতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম।
সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমনের সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিয়া, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব মনিরুজ্জামান মিয়া, খান সেলিম রহমান, অতিথি হিসাবে মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা যথাক্রমে উপস্থিত ছিলেন - সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি মোঃ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান, মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের পরিবারবর্গ ও শিশু-কিশোরদের পরিবেশনায় ছড়া, গান, আবৃত্তি, কৌতুক, হামদ-নাত পরিবেশিত হয়।
|
|
|
|
কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব।’ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেছেন, ‘কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এ জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে। তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে।’ তিনি বলেন, ‘আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব।’ হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, ‘কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে সেটি দেখা হচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।
|
|
|
|
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এই অন্তর্বর্তী সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারা আছেন। আমরা লক্ষ্য করছি- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষের পাশে আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেনীতে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। ইনশাল্লাহ এ চলমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতালার সাহায্য চাইবো।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী এবং বসতঘরের জন্য ঢেউটিন বিতরণ করেন।
|
|
|
|
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এই অন্তর্বর্তী সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারা আছেন। আমরা লক্ষ্য করছি- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষের পাশে আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেনীতে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। ইনশাল্লাহ এ চলমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতালার সাহায্য চাইবো।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী এবং বসতঘরের জন্য ঢেউটিন বিতরণ করেন।
|
|
|
|
শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তার সঙ্গে দেশ ছেড়েছেন তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাও।
বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। সেখানে প্রতিদিন ১০ হাজার রুপির বিনিময়ে আছেন তারা।
‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।
৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পরেই কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর হয়। এর পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক সংসদ সদস্য বাহার এবং তার মেয়ে সূচনা।
|
|
|
|
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের।
আজ বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো: রমজান আলীর পরিবারের সাথে সাক্ষাতকালে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একথা বলেন। উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিলো, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।
শহীদ রমজান আলীর পরিবারের খোঁজখবর নেন তথ্য উপদেষ্টা। তাদের সহ সকল শহীদ পরিবারের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার অঙ্গীকার করেন। উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় শহীদ রমজানের পরিবার থেকে তার বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রিতে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি আন্দোলনে অংশ নেন এবং ৫ আগস্ট পুলিশের গুলিতে তিনি মারা যান।
|
|
|
|
|
|
ট্রেন চললেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা |
............................................................................................. |
দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : প্রধান উপদেষ্টা |
............................................................................................. |
সিরাজদিখানে ডিবি পরিচয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই |
............................................................................................. |
"বিদায় নিলেন বড় পর্দার নবাব সিরাজউদ্দৌলা" |
............................................................................................. |
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ |
............................................................................................. |
তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না : এম সাখাওয়াত |
............................................................................................. |
বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের অভিষেক |
............................................................................................. |
জাতীয়তাবাদী ছাত্রদলের ১১টি সাংগঠনিক কমিটি ঘোষণার পর ক্যাম্পাস গুলো মহানগর গুলোতে চলছে বিক্ষোভ অবরোধ। |
............................................................................................. |
‘ঝুঁকিপূর্ণ’ টঙ্গী ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ |
............................................................................................. |
ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে সরকার, সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ |
............................................................................................. |
মহান বিজয় উৎসব উপলক্ষে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজন |
............................................................................................. |
আন্দোলনকারীরা আমারই ভাই, কার ওপর কঠোর হব : স্বরাষ্ট্র উপদেষ্টা |
............................................................................................. |
দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তী সরকার পাশে থাকবে: ধর্ম উপদেষ্টা |
............................................................................................. |
দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তী সরকার পাশে থাকবে: ধর্ম উপদেষ্টা |
............................................................................................. |
দিনে ১০ হাজার রুপির বিনিময়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাহার ও কন্যা সূচনা |
............................................................................................. |
শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ |
............................................................................................. |
আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ |
............................................................................................. |
সাবেক দুই আইজিপি রিমান্ডে |
............................................................................................. |
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস |
............................................................................................. |
সরকার পতনের এক মাস - বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
............................................................................................. |
সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ |
............................................................................................. |
ঢাকা মহানগরী বিএনপির কমিটি অনুমোদন পর, সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব পরিবর্তন বাতাস বইছে |
............................................................................................. |
রাজনৈতিক পরিচয় মিজানুর রহমান মিলন মোল্লার ডিজিটাল ব্ল্যাকমেইল |
............................................................................................. |
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ |
............................................................................................. |
চীনের পথে প্রধানমন্ত্রী |
............................................................................................. |
সাম্প্রদায়িক সহিংসতায় এক বছরে ৫২ প্রাণহানি |
............................................................................................. |
আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর: প্রধানমন্ত্রী |
............................................................................................. |
বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত, উন্নয়নের বন্ধু চীন : কাদের |
............................................................................................. |
ফেরত পাঠানো হয়েছে সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের |
............................................................................................. |
এইচএসসি পরীক্ষায় বসল সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী |
............................................................................................. |
কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা |
............................................................................................. |
আগস্টে পরীক্ষামূলক উৎপাদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে পটুয়াখালীর বিদ্যুৎ |
............................................................................................. |
ভাঙ্গা-পায়রা রেলপথ নির্মাণ: প্রস্তুতি প্রায় শেষ, ঋণ দিতে পারে চীন |
............................................................................................. |
দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও করেন : কাদের |
............................................................................................. |
‘জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছিল’ |
............................................................................................. |
ছাত্রদলের নতুন কমিটির স্বাগত মিছিলে পদ বঞ্চিতদের ককটেল বিস্ফোরণ |
............................................................................................. |
পদ্মা সেতুর দুই বছর -- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথে যোগাযোগে নতুন বিপ্লব |
............................................................................................. |
এ সফর ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ : প্রধানমন্ত্রী |
............................................................................................. |
বাড়ি-গাড়ির মালিকদের করের আওতায় আনা হচ্ছে |
............................................................................................. |
ছাগলকাণ্ডের সেই মতিউরের স্থলাভিষিক্ত হলেন যিনি |
............................................................................................. |
দুর্নীতিগ্রস্তদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশ পেলে ব্যবস্থা --- আইজিপি |
............................................................................................. |
প্রধানমন্ত্রী অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন |
............................................................................................. |
১৪ জেলায় নতুন পুলিশ সুপার |
............................................................................................. |
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর |
............................................................................................. |
এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার |
............................................................................................. |
দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে মোদীর লাল গালিচা সংবর্ধনা |
............................................................................................. |
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ |
............................................................................................. |
৫০ হাজার টাকা করে অনুদান পেলেন ২৩২ নারী উদ্যোক্তা |
............................................................................................. |
ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা : পুলিশ |
............................................................................................. |
জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা সভা |
............................................................................................. |
|