সাতক্ষীরায় ৫৪৮টি পূজা মন্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
সাতক্ষীরায় মহাপঞ্চমীতে সায়ংকালে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বুধবার মহাষষ্ঠীতে দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সাতক্ষীরা জেলার এবছর ৫৪৮টি মন্ডপে দুর্গাপূজা পালিত হচ্ছে। সাতক্ষীরা সদরসহ জেলার অধিকাংশ মন্দিরে প্র¯‘ুতি শেষে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূজা। ভাস্কররা ব্যাস্ত সময় পার করে শেষ করছেন প্রতিমার সৌন্দর্য বর্ধন। দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে মন্দিরগুলোতে দিনরাত ব্যাপক প্রস্তুুতি শেষে শুরু হয়েছে দূর্গা উৎসব। মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাতক্ষীরায় দুর্গাপূজা উদযাপনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে দাবি জেলা পূজা উদযাপনকমিটির নেতৃবৃন্দের। এদিকে, উৎসব মূখর পরিবেশে দূর্গাপূজাউদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে জেলায় ২৭৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। গত ২ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে দূর্গাপূজার ডামাডোল বাঁজলেও আজ ৯ অক্টোবর মহা ষষ্ঠী’র মধ্যে দিয়ে শুরু হয়েছে এ শারদীয় দুূর্গোৎসব। জাতির মঙ্গল কামনায় সব অশুভ শক্তি বিনাশে প্রতিবছর মহালয়ার দিনে দেবী দূর্গা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে আগমন করেন। আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দূর্গার আরাধনা করে আসছেন। এদিকে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলাবাসী। জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এবার জেলার সাতটি উপজেলায় ৫৪৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ জেলায় ৬০৬ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যা গত বছরের তুলনায় ৫৮টি কম হয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলার ৯৫টি পুজামন্ডপ, শ্যামনগর উপজেলায় ৬৫টি, কালীগঞ্জ উপজেলার ৪৯টি,দেবহাটা উপজেলার ২১টি, সদর উপজেলার ৯৯টি, কলারোয়া উপজেলায় ৩৯টি, তালা উপজেলায় ১০০টি ও পাটকেলঘাটা থানায় ৮০ টি মন্ডপে পূুজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ রয়েছে ৭৮টি, গুরুত্বপূর্ণ রয়েছে ৯০টি। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও জেলায় এবার প্রচুর বন্যা, সে কারণে কিছু পূজা কম হবে।
‘নিরাপত্তার বিষয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা আশ্বস্ত করেছেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের পাশে আমরা আছি এবং থাকব। সবাই মিলেমিশে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করব। জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন জানান, এ বছর অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে কয়েকটি পূজামন্ডপে প্রতিমা স্থাপন করা সম্ভব হয়নি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দূর্গাপুজা পালন করা হচ্ছে। তিনি আরো জানান, প্রশাসন এবার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন।
ইতিমধ্যে পুজামন্ডপ গুলোর জন্য সরকারী সাহায্যও দেয়া হয়েছে। সাতক্ষীরার পুলিশ সপার মোঃ মনিরুল ইসলাম মুনির জানান,দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। দুূর্গোৎসবকে ঘিরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর নজর দারিতে রয়েছে বলে আরো জানান এ পুলিশ কর্মকর্তা। সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, অন্যান্যবারের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা বাহিনী, র্যাব, বিজিবি সবাই এ উৎসবকে সফল করার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
|
সাতক্ষীরায় মহাপঞ্চমীতে সায়ংকালে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বুধবার মহাষষ্ঠীতে দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সাতক্ষীরা জেলার এবছর ৫৪৮টি মন্ডপে দুর্গাপূজা পালিত হচ্ছে। সাতক্ষীরা সদরসহ জেলার অধিকাংশ মন্দিরে প্র¯‘ুতি শেষে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূজা। ভাস্কররা ব্যাস্ত সময় পার করে শেষ করছেন প্রতিমার সৌন্দর্য বর্ধন। দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে মন্দিরগুলোতে দিনরাত ব্যাপক প্রস্তুুতি শেষে শুরু হয়েছে দূর্গা উৎসব। মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাতক্ষীরায় দুর্গাপূজা উদযাপনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে দাবি জেলা পূজা উদযাপনকমিটির নেতৃবৃন্দের। এদিকে, উৎসব মূখর পরিবেশে দূর্গাপূজাউদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে জেলায় ২৭৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। গত ২ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে দূর্গাপূজার ডামাডোল বাঁজলেও আজ ৯ অক্টোবর মহা ষষ্ঠী’র মধ্যে দিয়ে শুরু হয়েছে এ শারদীয় দুূর্গোৎসব। জাতির মঙ্গল কামনায় সব অশুভ শক্তি বিনাশে প্রতিবছর মহালয়ার দিনে দেবী দূর্গা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে আগমন করেন। আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দূর্গার আরাধনা করে আসছেন। এদিকে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলাবাসী। জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এবার জেলার সাতটি উপজেলায় ৫৪৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ জেলায় ৬০৬ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যা গত বছরের তুলনায় ৫৮টি কম হয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলার ৯৫টি পুজামন্ডপ, শ্যামনগর উপজেলায় ৬৫টি, কালীগঞ্জ উপজেলার ৪৯টি,দেবহাটা উপজেলার ২১টি, সদর উপজেলার ৯৯টি, কলারোয়া উপজেলায় ৩৯টি, তালা উপজেলায় ১০০টি ও পাটকেলঘাটা থানায় ৮০ টি মন্ডপে পূুজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ রয়েছে ৭৮টি, গুরুত্বপূর্ণ রয়েছে ৯০টি। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও জেলায় এবার প্রচুর বন্যা, সে কারণে কিছু পূজা কম হবে।
‘নিরাপত্তার বিষয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা আশ্বস্ত করেছেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের পাশে আমরা আছি এবং থাকব। সবাই মিলেমিশে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করব। জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন জানান, এ বছর অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে কয়েকটি পূজামন্ডপে প্রতিমা স্থাপন করা সম্ভব হয়নি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দূর্গাপুজা পালন করা হচ্ছে। তিনি আরো জানান, প্রশাসন এবার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন।
ইতিমধ্যে পুজামন্ডপ গুলোর জন্য সরকারী সাহায্যও দেয়া হয়েছে। সাতক্ষীরার পুলিশ সপার মোঃ মনিরুল ইসলাম মুনির জানান,দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। দুূর্গোৎসবকে ঘিরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর নজর দারিতে রয়েছে বলে আরো জানান এ পুলিশ কর্মকর্তা। সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, অন্যান্যবারের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা বাহিনী, র্যাব, বিজিবি সবাই এ উৎসবকে সফল করার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
|
|
|
|
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যবসায়ী সেলিম আহম্মেদের বিরুদ্ধে বাড়ী দখলের মিথ্যা অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং একটি দৈনিকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের অভিযোগ করেন ব্যবসায়ী সেলিম আহম্মেদ। রবিবার (১৫ সেপ্টম্বর) বিকেল ৩ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার তার নিজ বাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন। ভুক্তভোগী সেলিম আহম্মেদ মাওনা চৌরাস্তার একজন প্রতিষ্ঠিত মোবাইল ব্যবসায়ী এবং শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক। সে কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার মোতালেব বেপারীর ছেলে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং একটি দৈনিকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওই ব্যবসায়ী।অভিযুক্ত কবির তালুকদার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে সাংবাদিকদেরকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটি দৈনিকে সংবাদ প্রচার করে ব্যবসায়ী সেলিম আহম্মেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, একটি পক্ষ আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনামে ঈর্ষান্বিত হয়ে আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। কবির তালুকদার গাজীপুরের সাবেক এসপি এবং ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন-অর রশীদ এবং গাজীপুরের তৎকালীন গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি আমীর হোসেনের সহযোগীতায় আমার বাবার জমি দখলে নেয়। পরে ওই জমিতে দুর্ণীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় কবির তালুকদার আমাকে বিএনপি জামায়াতের নেতা অ্যাখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কারাগারে পাঠায়। ওই মিথ্যা মামলায় আমি ২৯ দিন কারাবরণ করেন। এ সুযোগে কবির তালুকদার আমার বাবার জমিতে জোরপূর্বক বাড়ী নির্মাণ করে। প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে যে বাড়ী দখলের অভিযোগ আনা হয়েছে ওই বাড়িটি আমি এবং আমার ভাইয়েরা পৈত্রিক সূত্রে মালিক। সম্প্রতি সরকার পরিবর্তনের পর অভিযুক্ত কবির তালুকদার পুলিশের সহায়তায় জবরদখলীয় জমির ওপর নির্মিত বাড়ী ছেড়ে পরিবারসহ পালিয়ে যায়। আমার বিরুদ্ধে বাড়ী দখলের যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যে প্রণোদিত। ওই বাড়ীতে আগে যেসব ভাড়াটিয়া বসবাস করতো তারাই এখনো বসবাস করছে। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কবির তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
|
|
|
|
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
আগামী ৫ জুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে প্রার্থীরা ভোট প্রার্থনায় ততই ব্যস্ত হয়ে পরেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগে করছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী শুভ আহম্মেদ উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সেবামূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে টিউবওয়েল প্রতীকে ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। সেই সুযোগ পেতেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন জনসেবামূলক কাজে বেশি গুরুত্ব দিবো।
নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
|
|
|
|
স্টাফ রিপোর্টার:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় আসামী রাসেল মাহমুদকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ জুন) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ (৪৫) মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামী। সে সদর উপজেলার পৌলানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোস্তাফিজ রহমান বলেন, গত ২৮ মে রাত আনুমানিক ১২টার দিকে ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে লক্ষ্য করে গুলি ও কুপিয়ে হত্যা করেন। উক্ত ঘটনার পর মৃত মাহাবুবুল হাসানের ভাই হাফিজুল্লাহ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২ জনে নামে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অত্র মামলায় রাসেল মাহমুদকে ২নং আসামী করা হয়। ঘটনার পরপরই হত্যার মাস্টার মাইন্ড রাসেল মাহমুদ গত ২৯ মে ভোরে কাতার এয়ারলাইন্স যোগে কাতার হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। ইতোমধ্যে জেলা পুলিশ খবর পেয়ে মাধবদী থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ পৌঁছার আগেই আসামী রাসেল মাহমুদকে বহন করা কাতার এয়ারলাইন্সের বিমানটি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেয়। পরে জেলা পুলিশ সুপার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করে কাতার ইমিগ্রেশন পুলিশের সহায়তায় দীর্ঘ ১২ ঘন্টা পর ফিরতি ফ্লাইটে রাসেল মাহমুদকে কাতার থেকে ঢাকা বিমান বন্দরে ফিরিয়ে আনা হয়।
পরে তাকে শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের যৌথ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজ আদালতে উপস্থিত করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে এবং বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
গত মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২টায় উপজেলার মেহেরপাড়ার ভগিরথপুর শাহী ঈদগাহ (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে মাহবুবুল হাসান তার ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা করেন। এসময় মাহবুবুলের সহযোগী পাপ্পু ও ফরহাদ নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আশংকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাসেল মাহমুদ ছাড়াও হত্যার পর এ পর্যন্ত গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- মাধবদী থানার পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো: হিমেল মিয়া (৪৩), জুয়েল মিয়া (৩৯), মো: নবেল (২৮), একই এলাকার কদম আলীর ছেলে মো: হাবিবুর রহমান (৬৫), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার খানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: রাব্বি (১৯), কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী থানার উত্তর ভরতের ছডা এলাকার আব্দুর রহিমের ছেলে ও মাধবদীর ভগিরথপুর টেক্সটাইল মিলস এলাকার বর্তমান বাসিন্দা মো: মিঠু (৩৫) ও মাধবদী থানার কবিরাজপুর এলাকার মো: জমির উদ্দিনের ছেলে মো: লিপু মিয়া (৪৫)।
|
|
|
|
সালাহ্ উদ্দীন ময়মনসিংহ ময়মনসিংহ জেলা জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।গতকাল শনিবার সকালে ময়মনসিংহ জেলা জজ আদলতে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে এই নির্দেশনার কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকার আছে। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে জেলা জজগণ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।’
এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার মশিউর রহমান, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল ইসলাম, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
পরে নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালামের সঞ্চালনায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতেন। এই অসাম্প্রদায়িক চেতনা আমরা সবাই ধারণ করি। আসুন বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করি।’
ওবায়দুল হাসান বলেন, ‘সামরিক শাসন একটি অসাংবিধানিক শাসনব্যবস্থা। আমরা বিচার বিভাগ সেই অসাংবিধানিক শাসনব্যবস্থাকে “অসাংবিধানিক: বলেছি। সুপ্রিম কোর্ট পঞ্চম ও সপ্তম সংশোধনীকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন।’
তিনি আরও বলেন, আমাদের দুর্বলতা আছে, বিচার বিভাগেরও দুর্বলতা আছে। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে গিয়ে অন্তত ১২ জন বিচারক বিব্রতবোধ করেছি। এই বিচার বিভাগ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী আলবদর, আলসামসদের বিচার করেছে, বিচার এখনো চলমান রয়েছে। স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। তাহলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে।’
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘একজন আইনজীবীর ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লড়াই শুধু আদলতে সীমাবদ্ধ রাখলেই চলবে না। বরং একজন সুনাগরিক হিসেবে সমাজের প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার ভিত্তিক জীবনমান উপহার দেওয়া একজন আইনজীবীর দায়িত্ব। বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে এই ভেবে যে আমরা সৎ থাকতে পারছি কি না। আমার প্রত্যশা থাকবে, আপনারা প্রতিনিয়ত নিজেকে আত্মজিজ্ঞাসার সম্মুখীন করবেন।
|
|
|
|
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় ভাঙ্গা মোড় উত্তরপাড়ায় পুকুর থেকে ভেকু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এক প্রভাবশালী ব্যক্তি। অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গা মোড় গ্রামের উত্তরপাড়া এলাকার হাফিজুল্লাহ ছেলে খয়বর হোসেন একটি পুকুর থেকে ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলন করায়, ঝুঁকির মধ্যে পড়েছে মসজিদ, ১ শত পরিবারে যাতায়াতের রাস্তা ও ২০ টি পরিবারের থাকার আশ্রয়স্থল (ঘরবাড়ি), বিভিন্ন প্রজাতির ছোট বড় ৩০টি গাছ। এলাকাবাসী উক্ত পুকুর থেকে বালু উত্তোলন বন্ধে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বরাবরে ২ জুন রোববার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন বলেন, ভুক্তভোগীরা পুকুর থেকে বালু উত্তোলন বন্ধে চেয়ারম্যান সহ আমাকে অবগত করেছেন। বিষয়টি নিয়ে সহকারি কমিশনার ভূমি মনোরঞ্জন সঙ্গে কথা বলব।
|
|
|
|
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি রফিকুজ্জামান, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মূখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।
|
|
|
|
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার দাসগ্রাম-বোয়ালিয়া সংযোগ আধা কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষের। নন্দীগ্রাম উপজেলার শেষ আর সিংড়া উপজেলার শুরু এই রাস্তা দিয়ে প্রতি দিন দুই উপজেলার কয়েক হাজার মানুষ যানবাহন নিয়ে চলাচল করে।
এই জনগুরুত্বপূর্ণ রাস্তার নিকটবর্তী রয়েছে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। রাস্তাটির উভয় পাশে পাকা মাঝখানে আধা কিলোমিটার কাঁচা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় মানুষের। শুষ্ক মৌসমে ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্ষাকালে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে ওই গন্তব্যে যেতে হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় সিংড়ার অংশের মাসিন্দার মাথা পর্যন্ত পাকাকরণ হলেও নন্দীগ্রাম অংশের দাসগ্রাম আধা কিলোমিটার পাকাকরণ করা হয়নি। তাতেই এই জনদুর্ভোগ।
মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানিরর বিক্রয় প্রতিনিধি শামীম হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য লোকজন গাড়ী-ঘোড়া নিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। হাফ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে ৩০ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। তাই সরকারের কাছে দাবি এই রাস্তাটি খুব তাড়াতাড়ি পাকাকরণ করা হক।
ইউপি সদস্য শংকর কুমার সরকার বলেন, এ রাস্তার কথা আর কি বলি। গত বর্ষায় রাস্তা এতই খারাপ হয়েছিল যে রাস্তার মাঝখানে আমি নিজে বাঁশ দিয়ে ব্রিজ করে দিয়ে ছোট খাটো যানবাহন ও মানুষ চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলাম। অল্প একটু রাস্তা কাঁচা, দুই পাশেই পাকা।
নন্দীগ্রাম উপজেলা প্রকৌশলী নূর নবী খান বলেন, দাসগ্রাম বাজার হইতে বোয়ালিয়া বাজার রাস্তাটির কাজ খুব দ্রুত করার ব্যবস্তা করা হবে।
|
|
|
|
আজ ৩ জুন ২০২৪ সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, প্রতিযোগিতামূলক প্রযুক্তির ব্যবহার যখন মানব সভ্যতার ইতিহাসে ধনিক শ্রেণীর কাজে ব্যবহার হয়। এর বিপরীতে গরীব শ্রেণীর মানুষের জন্যও বয়ে আনে আতঙ্ক—উৎকন্ঠা। ৪র্থ শিল্প বিপ্লবের ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের ব্যাপক ব্যবহারের কারণে অশিক্ষিত ও স্বল্পশিক্ষিত গরীব খেটে খাওয়া শ্রমিক—কর্মচারীদের বেকার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন শিল্পখাত ও পোশাক শিল্পে অটোমেশন ও রোবটিক্স সিস্টেম চালু করেছে অনেক প্রতিষ্ঠান। এতে করে যে সকল কারখানায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করত সেখানে প্রয়োজন হবে তুলনামূলক খুবই স্বল্প সংখ্যক শ্রমিক-কর্মচারী। রোবটিক্স হিসাব, অফিসিয়াল কাজ, লোড—আনলোড ও উৎপাদন প্রক্রিয়ার মেশিনারীজ পরিচালনা করবে। এক্ষেত্রে রোবট মানেই হলো শ্রমিক। রোবটকে পরিচালনার জন্য শুধু প্রয়োজন হবে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন আইটি টেকনেশিয়ান। আর বাকি শ্রমিক-কর্মচারীর প্রয়োজন না হওয়ায় দেশের সব কারখানায় রোবটিক্স সিস্টেম চালু হলে প্রায় ২ কোটি কর্মরত শ্রমিক-কর্মচারী বেকার হতে পারে। এতে করে এসব শ্রমিক—কর্মচারীর পরিবারে নেমে আসবে অমানিশার অন্ধকার। এ বিপুল সংখ্যক শ্রমিক—কর্মচারী বেকার জীবনে পরিবারের প্রয়োজন মেটাতে না পারার যন্ত্রনায় বিপথে চলে যেতে পারে। তাতে বাড়তে পারে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান সহ বিভিন্ন অবৈধ ও অনৈতিক কর্মকান্ড।
তিনি আরো বলেন, রোবটিক্স সিস্টেম চালু করার পূর্বে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান ঠিক রাখার নিশ্চয়তা প্রদান অত্যাবশ্যক। এমনিতেই পোশাক শিল্পে শ্রমিকের সংখ্যা প্রতিনিয়ত কমছে। ৮০’র দশকে ৭৫ লাখ, ৯০’র দশকে ৫৫-৫৬ লাখ, ২০০১ সালের দিকে ৪০-৪২ লাখ শ্রমিক-কর্মচারী কর্মরত থাকলেও এখন ৩০ লাখের নিচে শ্রমিক কাজ করে। সকল সেক্টরে শিল্পের উৎপাদন ক্ষমতা ও রপ্তানি আয় বৃদ্ধি পেলেও শ্রমিকদের সংখ্যা অর্থাৎ কর্মসংস্থান কমে আসছে। এখন রোবটিক্স পদ্ধতি চালু করায় শ্রমিক কর্মচারীদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে। মাটি কাটার কাজে লোকের প্রয়োজন পড়ে না, রাইস মিলে শ্রমিক কর্মচারী হ্রাস পাচ্ছে, লোড—আনলোড (কুলি) শ্রমিক প্রয়োজনীয়তা হারাচ্ছে, কৃষি কাজে শ্রমিকের পরিমাণ কমে আসছে।
বজলুর রহমান বাবলু বলেন, এথেকে উত্তরণের পথ বের না করতে পারলে শুধু দেশের কিছু সংখ্যক পুজিবাদীরাই লাভবান হবে অপর প্রান্তে খেটে খাওয়া মানুষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা, দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতি, অবৈধ বিদেশি শ্রমিক—কর্মচারীদের মাধ্যমে আমাদের দেশের অর্থ অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে বিদেশে, ব্যাংকগুলোর অর্থ লুটপাট, দেশ পরিচালনায় কতিপয় দায়িত্বশীল ব্যক্তি আমলাতান্ত্রিক দুর্নীতি ও কর্তৃত্ব, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ করতে সরকার হিমশিম খাচ্ছে। এরপর যদি প্রায় ২ কোটি লোকের চাকরি হারানোর মতো এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয় তাহলে কি হবে এটা বড় ধরনের অনিশ্চিয়তা। দেশি—বিদেশি ষড়যন্ত্র যখন মাথার উপর ভর করছে। এমন কি পাট শিল্প কারখানার মত আমাদের অন্যান্য শিল্প কারখানাগুলোও যে ষড়যন্ত্রের শিকার হবে না এটা বলা মুশকিল। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি যেন কোন শ্রমিক—কর্মচারী ক্ষতিগ্রস্থ না হয় বরং কর্মসংস্থান যাতে আরো বৃদ্ধি পায় সেদিকে অবশ্যই সরকার, কারখানার মালিক ও বিশেষজ্ঞ মহলকে চিন্তা করতে হবে।
|
|
|
|
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কচুয়া ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন, সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক মেহেদী হাসান সাফেল ও সদস্য সচিব উজ্জ্বল সরকার গত ১১/০৭//২৪ ইং তারিখে স্বাক্ষরিত তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে বাবলু মিয়াকে আহ্বায়ক ও শাকিল প্রধানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ন আহবায়ক শরীফ মিয়া, যুগ্ম আহবায়ক শিবলু মিয়া,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য রিপন মিয়া সহ আরো অনেকে।
|
|
|
|
কাজিপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরের ২৫ লাখ টাকা এডিপি অর্থায়নে ক্রয়কৃত উচু- নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
গত ১৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষার মান উন্নয়নে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নের আলোকে কাজিপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম কাজিপুরের মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। কাজিপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে তাগিদ দেন তিনি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। উপ সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান খান জানান, উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২২ জোড়া উচু- নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
|
|
|
|
গণতান্ত্রিক বাম ঐক্যের জরুরী সভা আজ মঙ্গলবার ১৬/০৭/২০২৪ সকাল ১১ টায় জোটের অস্থায়ী কার্যালয় সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষোভের বহিঃপ্রকাশে যে ভাষা ব্যবহার করেছে তা স্পষ্ট সংবিধান পরিপন্থী। তার উস্কানিতে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলনে স্বৈরশাসকের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনী অতীতের সকল স্বৈরাচারের নির্যাতনের ইতিহাস ভঙ্গ করে নৃশংস বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ছাত্রাবাসগুলোতে শিক্ষার্থীদের খুঁজে খুঁজে নির্যাতন চালায় আওয়ামী পেটোয়া বাহিনী। ছাত্রীদের হলে ঢুকে পেটোয়া বাহিনী শারীরিক ও পাশবিক নির্যাতন চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, প্রভোস্ট, কোন প্রশাসন আছে বলে দেখা যায় নাই। এই ন্যাক্কারজনক ঘটনার পরেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ নির্লজ্জ উপাচার্যের এই মুহুর্তে পদত্যাগ করতে হবে।
গণতান্ত্রিক বাম ঐক্যের উদাত্ত আহ্বান, স্বৈরাচার বিরোধী রাজপথে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সকল ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এখনই সময়।
|
|
|
|
লালমনিরহাট প্রতিনিধি:
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকুরিতে কোটা সৈম্য নিরস এন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলার প্রতিদান ও বিচারের দাবীতে ও কোটা সংস্কারের বহিষ্কার এক দফা দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১২ টার দিকে লালমনিরহাট জেলা প্রাণ কেন্দ্র মিশন মোড়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা, কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব দে, শিক্ষার্থীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে, পুলিশ/ হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাবো। সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে অবিলম্বে আইন পাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহবান জানান। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল,ছাত্রশিবির,ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন।
|
|
|
|
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মহামান্য হাইকোর্টের কোটা সংক্রান্ত রায় বজায় রাখা ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে । মানববন্ধন ও প্রতিবাদ সভাটির আয়োজন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিয়াকৈর উপজেলা শাখা।
এসময় উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কালিয়াকৈর উপজেলা শাখার সাবেক কমান্ডার ডাঃ সাহাবুদ্ধিন আহসান,সাবেক ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা ডিএ সামাদ প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
|
|
|
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়া বেশ কিছু রাস্তার নির্মাণ কাজে এলজিইডি কতৃপক্ষের চড়ম গাফিলতি আর নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে সেগুলির সত্যতা মিলেছে, ১৫ দিনও টিকে নাই সেই রাস্তাগুলি।
ওই সকল এলাকার বহু মানুষ মনে করছেন, তদারকি ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার সংস্কার কাজ করায় এসব রাস্তার স্থায়িত্ব খুবই কম। যার ফলে মাত্র দুদিনের সামান্য বৃষ্টিপাতেই ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সেসব রাস্তা। এসব রাস্তার কোনোটির বয়স মাত্র দুসপ্তাহ আবার কোনোটির বয়স মাত্র ৩ মাস। অনেকে মনে করেন এমন গাফিলতি আর নিম্নমানের কাজের রাস্তা এর আগে তারা দেখে নি। ওইসব রাস্তা নিয়ে এলাকাবাসীর অভিযোগের যেনো অন্ত নেই। এমন কাজে উপজেলা প্রকৌশলীর প্রতি একের পর এক ব্যক্তি করছেন নানান রকম মন্তব্য।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সম্প্রতি কুরবানীর ঈদের এক সপ্তাহ পর এখন থেকে প্রায় ১৮ দিন আগে ২৪ লাখের বেশি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা। সেই রাস্তাটি দু সপ্তাহ না যেতেই ভেঙ্গে ও কার্পেটিং এর পাথর ওঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তেমনি একটি রাস্তা শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর বাজার সরদার পাড়া জামে মসজিদ হতে বিদির পুর মধ্য পাড়া জামে মসজিদ পর্যন্ত। ওই রাস্তাটি কয়েক জায়গায় ইতিমধ্যে ভেঙ্গে গেছে। রাস্তার মুল ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মেসার্স এম.এম ট্রেডার্স। পরে হাসিব নামের আরেক ব্যক্তি কিনে নিয়ে ওই কাজ করেন। পাশাপাশি কোথাও কোথাও রাস্তার ভাঙ্গন রোধে দেওয়া হয়েছে প্রটেকশন ওয়াল। কিন্তু কাজে আসছে না সেটাও। এ যেনো সরকারি মাল, নদীতে ঢাল অবস্থা।
এছাড়াও একই উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নওপাড়া বাজারের গ্রামীণফোনের টাওয়ারের নিকট হতে দাসমাড়িয়ার রাস্তা তৈরি করা হয়েছে রোজার ঈদের ২দিন আগে তাড়াহুড়া করে। সেখানেও বরাদ্দ হয় প্রায় ২৪ লাখ টাকা। রাস্তাটি ছিল প্রায় ৩০০ মিটার সেটিরও ভাঙ্গন শুরু হয়ে গেছে। ৩০০ মিটার ওই কাজটি করেছেন নাটোরের শুভ নামের আরেক ঠিকাদার।
ইদানিং লক্ষ্য করা গেছে পুঠিয়া উপজেলায় রাস্তার সংস্কার কার্পেটিং নির্মাণ কাজ সহ অন্যান্য কাজের বড় একটা অংশ নাটোরের শুভ নামের ঠিকাদারকে করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বারবার এমন নিম্নমানের কাজ করেও বহাল তবিয়তে থাকছেন শুভ, হাসিবরা।
এসব বিষয়ে খোঁজখবর নিতে সরেজমিনে ওইসব এলাকায় গেলে পুঠিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় এর উপর ব্যাপক ক্ষোভ ঝাড়েন স্থানীয়রা। ওই এলাকার বহু মানুষ বলছেন দুদিনের বৃষ্টিতে অন্য রাস্তাগুলো নষ্ট হল না, তাহলে কেন এই রাস্তা নষ্ট হলো। এভাবে সরকারের এতগুলো টাকা নষ্ট করার মানেটা কি। যদিও তাদের এসব প্রশ্নের উত্তর থাকলেও তা কেবলই অজানা। ওই এলাকার মানুষেরা চাইছেন রাস্তা গুলো আবারো টেকসই করে তৈরি করে দেওয়া হোক।
অনার্স পড়ুয়া নাসিম রায়হান নামের এক শিক্ষার্থী বলেন, কাজ শেষ না হতেই রাস্তা দেবে গিয়েছিল। তাদেরকে বলেছিলাম তারা ঠিক করে নি।
রাস্তার এমন দুর্দশার বিষয়ে এলাকার সাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, রাস্তা তৈরি করার সময় আমরা বুঝতে পারছিলাম রাস্তাটির কাজ ভালো হচ্ছিল না
এসব নিয়ে আমরা প্রতিবাদও করেছিলাম কিন্তু তারা কেউ শোনেনি।
কাজের বিষয়ে ঠিকাদার হাসিব বলেন, বৃষ্টির কারণে রাস্তা ভেঙ্গে গেছে, ঠিক করে দেওয়া হবে কোনো সমস্যা নাই।
সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান বলেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দ্বারা, সংসদ সদস্য পুঠিয়া-দুর্গাপুর, যেভাবে নিরলসভাবে পরিশ্রম করে বরাদ্দ নিয়ে আসছে এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য, আর সেই কাজগুলো যদি টেকশই না হয় তাহলে আমাদের ক্ষতি, তাই আমি উপজেলা প্রকৌশলীর নিকট অনুরোধ করছি কেনো এভাবে রাস্তা ভেঙ্গে গেলো কোথায় ঘারতি রয়েছে তা খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
রাস্তা দুটির এমন দুর্দশা নিয়ে কথা হয় পুঠিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খানের সাথে। তিনি বলেন, বৃষ্টি হওয়ার ফলে রাস্তা ভেঙ্গে গিয়েছে। তবে রাস্তার বিল এখনো পরিশোধ করা হয়নি। সম্পুর্ন রাস্তার কাজ বুঝে নিয়ে তার পর বিল পরিশোধ করা হবে।
|
|
|
|
স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃর্ধা নামে এক স্কুল ছাএের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পলাশ উপজেলার পারুলিয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে ওই স্কুল ছাএের লাশ উদ্ধার করা হয়। নিহত জয় মৃর্ধা রামাইনন্দী গ্রামের ফজর আলী মৃর্ধার ছেলে। পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এস এস সি পরীক্ষায় পাশ করেছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রাত ৮ টার দিকে জয় মোবাইলে টাকা রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার কোন খোঁজ না পেয়ে সকালে পলাশ থানা পুলিশের সহযোগিতা কামনা করেন। বুধবার দুপুরে স্হানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই ছাএের মৃতদের পড়ে থাকে দেখে। পরে পলাশ থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
|
|
|
|
|
|
|