প্রধান প্রতিবেদক আবুল মনসুর আহমেদ : বাংলাদেশে এইডস রোগী আছেন আনুমানিক ১৪ হাজারের বেশি। এই অনুমিত জনগোষ্ঠীর মধ্যে ৮ হাজার ৭৬১ জন জানতে পেরেছে তাদের শরীরে এইচআইভি/এইডস ভাইরাস রয়েছে। মোট রোগীর বড় একটি অংশ কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠী। কক্সবাজার জেলায় এইডস রোগী আছে ১ হাজার ৪৫ জন। তাদের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ৮৪৪ রোগী পাওয়া গেছে।
তবে পরিসংখ্যান বলছে, গত তিন বছরে কক্সবাজারে নতুন শনাক্ত রোগী কমছে। ২০২০ সালে রোহিঙ্গাদের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৯০ জন। এর পরের বছরে (২০২১) রোগী শনাক্ত হয় ১৮৮ এবং চলতি বছর (২০২২) নতুন রোগী শনাক্ত হয় মাত্র ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি কর্মসূচির তথ্য অনুসারে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, কুমিল্লা, যশোর, মৌলভীবাজার, কক্সবাজার, খুলনা, নারায়ণগঞ্জ, বাগেরহাট, সিরাজগঞ্জ, পাবনা, চাঁদপুর, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, বগুড়া, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ জেলায় এ ঘাতক ব্যাধির অধিকমাত্রায় সংক্রমণ দেখা গেছে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এআরটি কেন্দ্রে এইডস রোগী বাড়ছে। চলতি বছর ১৪৯ জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৬ জন। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের অক্টোবর মাসে নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০১ জন। সে বছর মারা গেছে ২২ জন।