বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসন মহান ৭ মার্চ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাগুরা-০১ আসনের জননেতা এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
প্রথমেই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা- ০১ আসনের সাংসদ আলহাজ্জ্ব সাইফুজ্জামান শিখর, মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার, মশিউদ্দৌলা রেজা, মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।পরবর্তীতে আসাদুজ্জামান মিলনায়তনের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ৭ মার্চের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করেন।প্রায় ১৫ মিনিটের বক্তব্যে প্রধান অতিথি ৭ মার্চের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল মূলত: স্বাধীনতা অর্জনের অংগীকার। তিনি আরও বলেন যে, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেক ভালো রয়েছে। এ প্রসংগে তিনি কয়েকটি দেশের নামওক উল্লেখ করেন। কিন্তু শান্তিপূর্ণ বর্তমান এই বাংলাদেশকে নিয়ে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা কোনোরকমই বরদাস্ত করা হবেনা বলে দীপ্ত কন্ঠে ব্যক্ত করেন।