নয়াপল্টনে মোতায়ন করা হয়েছে পুলিশের বাড়তি সদস্য
Date : 27-7-2023
মহরআলী স্টাফ রিপোর্টার ;
রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবে বিকেল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ায় নয়াপল্টন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বাড়তি সদস্য ও সাঁজোয়া যান।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এদিকে বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টায় সাংবাদিক সম্মেলন ডাকলেও পল্টনে ইন্টারনেট না থাকায় সেই সংবাদ সম্মেলনের স্থান পরিবর্তন করে রাত ৮টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অপরদিকে নেতাকর্মীর উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়ানো হয়েছে পুলিশ সদস্য। বিএনপি কার্যালয় এলাকা কে চতুরদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। আনা হয়েছে রায়ট কার, জলকামানসহ সাঁজোয়া যানগুলো। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি উপস্থিতিকে ঘিরে পল্টনে বিরাজ করছে বাড়তি আতঙ্ক। থমথমে অবস্থা বিরাজ করায় সিমিত রয়েছে ওই সড়কের যান চলাচল।
এর আগে সরকার পতনের একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল ২৭ জুলাই নয়াপল্টন বা সোহারাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে আগ্রহ প্রকাশ করে গত ২৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে আবেদন করে বিএনপি। তবে আজ দুপুরে গণমাধ্যমকে ডিএমপি জানিয়েছে, নয়াপল্টন ও সোহাওয়ার্দী উদ্যানে পর্যবেক্ষণ শেষে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিএনপি চাইলে রাজধানীর প্রবেশমুখ সায়েদাবাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করতে পারবে বলে জানিয়েছে পুলিশ।নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সাঁজোয়া যান।
অপরদিকে একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করতে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন, উত্তর গেট চেয়েছিল চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু তাদের কাউকেই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ইতোমধ্যে বাইতুল মোকাররমের উত্তর গেট এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। দক্ষিণ গেটে অনুমতি না পেয়ে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশ করতে আবারও আবেদন করেছে আওয়ামী লীগ।