বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহ ধর্মিণী ডাঃ জুবাইদা রহমান এর বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা দেওয়ার প্রতিবাদে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) আকন কুদ্দুসুর রহমান এর নিঃশর্ত মুক্তির দাবীতে বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং জাতীয়তাবাদী জেলেদলের উদ্যোগে প্রতিবাদ সভা ও মশাল মিছিলের আয়োজন
Date : 16-8-2023
১৪ই আগষ্ট ২০২৩,সোমবার বাউফল উপজেলার ৩নং ধুলিয়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহ ধর্মিণী ডাঃ জুবাইদা রহমান এর বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা দেওয়ার প্রতিবাদে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) আকন কুদ্দুসুর রহমান এর নিঃশর্ত মুক্তির দাবীতে বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং জাতীয়তাবাদী জেলেদলের উদ্যোগে প্রতিবাদ সভা ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংষ্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সড়ক পরিবহন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক ঢাকার রাজপথের নির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মৃধা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোটচোর স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া শেখহাসিনার অজ্ঞাবহ আদালত কর্তৃক তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান এর বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা মানিনা। এই আদালত বিচারকের বিচার একদিন হবেই। আজকে ফুলের মতো পবিত্র নিষ্পাপ রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ভাইকে গত ২৮সে জুলাই ঢাকার লালমাটিয়ার বাসা থেকে গভীর রাতে ডাকাতের মতো গ্রেফতার করেন পুলিশ। অচিরেই রাজপথের আন্দলন সংগ্রামের মাধ্যমে আদালতের তালা ভেঙে সকল রাজবন্দীকে মুক্ত করে আনবে দেশের জণগন তারেক রহমান এর নির্দেশে।
এসময় বিএনপি বাউফল উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক ও জাতীয়তাবাদী জেলেদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।