নির্বাহী প্রকৌশলী দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসী দারা সাংবাদিক লাঞ্ছিত ও শারীরিক আঘাতপ্রাপ্ত।
Date : 22-8-2023
আমি মোঃ আনোয়ার হোসেন শেখ লালু, জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলার আহ্বান কমিটির আহ্বায়ক, আমি দৈনিক ভোরের সময়ের সম্পাদক স্যারের অনুমতিতে মৌখিক এসাইনমেন্ট এর মাধ্যমে গত সাত দিন যাবৎ নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগের ; নির্বাহী প্রকৌশলী জনাব , ফয়সাল আহমেদের সাথে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে টেন্ডার ছাড়াই গাছ কাটার ব্যপারে অনুসন্ধানের জন্য যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার আহ্বানের কোনো প্রতিক্রিয়া না জানালে আমি গত ২১-৮-২০২৩ ইং তারিখে অফিস চলাকালীন সময়ে আমি তার অফিসে সাক্ষাতের জন্য যাই এবং দুই মিনিট সাক্ষাতের জন্য অনুরোধ করা হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে তাঁর অফিসের পিয়ন ও অফিসের ঠিকাদার রাজিবের উপস্থীতিতে অফিস বন্ধের দিন টেন্ডার ছাড়াই দুটো খালি ভ্যান ঢুকে গাছ কেটে নিয়ে যাওয়ার ব্যপারে জানতে চাইলে , তার রুমে থাকা ১০-১২ জন লোক সন্ত্রাসীর ন্যায় আচরণ করে এবং তথাকথিত তুষার বাড়ি নয়নামতি যার সাথে তিনি কাজ ভাগাভাগি করেন সেই তুষার আমাকে অকথ্য ভাষায় খুব বাজেভাবে গালিগালাজ করে এবং নির্বাহী প্রকৌশলী ফয়সাল সাহেব আমার দিকে তাকিয়ে জোর পূর্বক আমাকে বের করে দেওয়ার জন্য সন্ত্রাসী আচরণকারী লোকগুলোকে নির্দেশ দেয়। পরে তারা ১০ জন তার নির্দেশে আমাকে নির্মমভাবে লাঞ্ছিত করে যার ফলে একজন সাংবাদিক হিসেবে এতে আমার সাংবাদিক চেতনা আঘাতপ্রাপ্ত হয় এবং তাদের কাছে এর কারণ সুষ্ঠুভাবে জানতে চাইলে তারা আমাকে শারীরিকভাবে আঘাত করে এবং আমার চোখ ও নাক দিয়ে রক্ত বের হয় আমি পুরো একদিন যাবৎ পাবনা সদর হাসপাতালে ভর্তি ছিলাম । সর্বশেষে এখন উনি আমার উপর মিথ্যা দোষারোপ করেন । তার দুর্নীতি ঢাকার জন্য তিনি উল্টো আমাকে ভয়ভীতি দেখান এবং তিনি তার ক্ষমতার বলপূর্বক পাবনা লোকাল পত্রিকায় আমার নামে মিথ্যা প্রতিবেদন তৈরি করান এবং আমার মানহানি করার চেষ্টা করেন । আমি এ ব্যপারে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ব্যপারে সুষ্ঠু তদন্ত করে বিচারের প্রত্যাশা করছি।