বাবার অনুপ্রেরণায় ব্যারিস্টার হলেন শরিয়তপুর জেলার মোহাম্মদ শাহনেওয়াজ (জুয়েল)
Date : 19-10-2023
লন্ডনের বিখ্যাত লিংকন ইন্স থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টার-এট-ল ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ শাহনেওয়াজ (জুয়েল)। ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার, পালং ইউনিয়নের চাঁদসার গ্রামে। তিনি মা-বাবার সাত সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ। বর্তমানে তিনি লন্ডনের একটি চেম্বারে আইন পেশায় নিযুক্ত রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের চাঁদসার এলাকার ইউনুছ আলী ও শামছুন্নাহার বেগম দম্পতির সন্তান মোহাম্মদ শাহনেওয়াজ (জুয়েল)। তিনি চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সপ্তপল্লী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, পালং উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শরীয়তপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। এরপর আইন বিভাগে উচ্চতর ডিগ্রি লাভের উদ্দেশ্যে ২০০৯ সালে বৃটেনে পাড়ি জমান জুয়েল। সেখানকার ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে এলএলএম (মাস্টার্স) কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। মঙ্গলবার (১০ অক্টোবর) ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রির সনদ গ্রহণ করেন জুয়েল।
ব্যারিস্টার এট-ল পাসের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে, মা ‘আলহামদুলিল্লাহ বলে সবার নিকট ছেলের জন্য দোয়া চেয়ে বলেছেন, আমার ছেলে যেন আদর্শ মানুষ হতে পারে, আইন পেশাকে পবিত্রতার সঙ্গে গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারে।আইন পেশায় নিয়োজিত রেখে সাধারণ মানুষকে সেবা দিক, কোনও অন্যায়-অনিয়মের সঙ্গে সে যেন না জড়ায় এটাই আমাদের চাওয়া। ছেলে ব্যারিস্টার হওয়ার খুশিতে গ্রামের দুই হাজার মানুষকে মধ্যাহ্নভোজ করিয়েছেন তার বাবা-মা। গত শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পালং ইউনিয়নের চাঁদসার এলাকায় মধ্যাহ্নভোজের পাশাপাশি সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল লন্ডন থেকে ফোনে বলেন, “এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, স্বপ্নকে আজ বাস্তবে পরিণত করেছি, সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছি‘। এই অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি, আমার আব্বা এখন অসুস্থ। তিনি যখন সুস্থ ছিলেন তখন সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আব্বার জীবদ্দশায় এ ডিগ্রি অর্জন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।’
আমি আমার বাবা মায়ের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবাকে সুস্থতা দান করেন। দেশের মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রাকটিস শেষে ‘দেশে ফিরে আইন পেশায় নিযুক্ত হবো এবং দেশের অসহায় সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করবো।
এ বিষয়ে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আজাহার হোসেন বলেন, শাহনেওয়াজ জুয়েল আমাদের এলাকার ছেলে, আমার ছোট মামার ছেলে তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রি অর্জন করেন। তার এ কৃতিত্বে আমরা সবাই গর্বিত। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।