ছাত্রদলের নতুন কমিটির স্বাগত মিছিলে পদ বঞ্চিতদের ককটেল বিস্ফোরণ
Date : 25-6-2024
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুই দফায় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে পদ না পেয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা এমনটি ঘটিয়েছেন বলে মনে করছেন নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতেই কমিটিকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় স্বাগত মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় ২য় দফায় ফের ককটেল বিস্ফোরণ ঘটায় পদবঞ্চিত নেতাকর্মীরা।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনার সময় রাকিবুল ইসলাম রাকিব দৌড়ে গলির ভিতরে আশ্রয় নেন।
প্রত্যক্ষদর্শী নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, কমিটিতে পদ না পাওয়ার ক্ষোভে পদবঞ্চিতরা কেন্দ্রীয় কমিটির নেতারা প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে আসার দিনই এই ঘটনা ঘটিয়েছে। পদবঞ্চিত নেতারা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তাদের অনুগত কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও পদবঞ্চিত এক নেতা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে মারধর করেছিলেন বলে শোনা যায়।
যদিও এমন ঘটনার দায় অস্বীকার করেছেন পদবঞ্চিত নেতারা। বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা এসব ব্যাপারে কিছু জানেই না। এ ব্যপারে সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটিতে পদ না পাওয়া জিহাদুল রঞ্জু বলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সম্পর্কে আমরা কিছু জানি না। সদ্য ঘোষিত কমিটির অনিয়ম-দুর্নীতি ও অসংগতি ধামা চাপা দেয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেরাই এই নাটক করে থাকতে পারে বলে আমি মনে করি।
এ ব্যপারে কথা বলতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কল রিসিভ করেন নি।