সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরের ২৫ লাখ টাকা এডিপি অর্থায়নে ক্রয়কৃত উচু- নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
গত ১৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষার মান উন্নয়নে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়নের আলোকে কাজিপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম কাজিপুরের মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। কাজিপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে তাগিদ দেন তিনি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। উপ সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান খান জানান, উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২২ জোড়া উচু- নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।