সুন্দরগঞ্জে মন্ডলেরহাট আশা ব্রাঞ্চে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Date : 17-12-2024
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে ১৭ই ডিসেম্বর মঙ্গলবার আশা সুন্দরগঞ্জের মন্ডলেরহাট ব্রাঞ্চ অফিসে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান, শিশু কিশোরদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, ডায়াবেটিস পরীক্ষা, ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক রনজিৎ কুমার আচার্য্য, মন্ডলেরহাট ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ কাফি মন্ডল, হেলথ ইনচার্জ ডাঃ মোঃ বাহারুল ইসলাম, মন্ডলের হাটের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল হাসান, শিক্ষা সুপারভাইজার মোঃ শাহজাহান আলী প্রমূখ।