ভোরের সময় পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও র্যালি
Date : 31-1-2025
মাহমুদুল হাসান
বিশ্বস্ত সংবাদমাধ্যম "ভোরের সময়`পত্রিকা তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন জেলা প্রতিনিধিদের নিয়ে এক বিশাল আনন্দ মিছিল ও র্যালি আয়োজন করে। পত্রিকার ১৪ বছরের সফল পথচলার পর এবার ১৫ বছরে পা দিলো ভোরের সময় পত্রিকা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় পত্রিকার প্রধান কার্যালয় থেকে র্যালি শুরু হয়। এতে পত্রিকার ঢাকা এবং জেলা প্রতিনিধি ছাড়াও সাংবাদিকরা, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে একটি জমকালো অনুষ্ঠানে পরিণত হয়।
পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক জানায়, "আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। ১৪ বছর ধরে আমরা পাঠকদের তথ্য ও সংবাদ পরিবেশন করে আসছি এবং আগামী দিনে আরও উন্নত ও নির্ভুল সংবাদ প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর।"
এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ কেক কাটার অনুষ্ঠান এবং কিছু স্থানে পথচিত্র ও স্মরণীয় মুহূর্তগুলোর প্রদর্শনীও করা হয়।
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব হাবিবুর রহমান বলেন, "আমরা আমাদের পাঠকদের ধন্যবাদ জানাই। তাদের সমর্থন এবং ভালোবাসার কারণেই আজ আমরা এখানে পৌঁছাতে পেরেছি। আগামী বছরগুলোতেও আমরা পাঠকদের জন্য নির্ভুল সংবাদ সরবরাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ।"
এই উপলক্ষে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা ভোরের সময় পত্রিকার ১৫ বছরের দীর্ঘ পথচলায় তাদের অবদান ও গর্ব অনুভব করেন এবং পত্রিকার আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এছাড়া, আনন্দ র্যালি শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক দল, শিল্পী ও শিল্পপ্রেমী মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখেন।
আগামী ১৫ বছরে আরও এক নতুন অধ্যায় যোগ হবে ভোরের সময় পত্রিকার ইতিহাসে এমনটাই আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।