লোকসানের ভারে ডুবতে বসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর। প্রথম প্রান্তিকের মতো চলমান হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকেও (২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি লোকসানে রয়েছে। শুধু তায় নয় প্রথম প্রান্তিকের তুলনায় কোম্পানিটির লোকসান বেড়ে ২০ গুণ ছাড়িয়ে গেছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি লোকসান করেছে ৮ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৯৯ পয়সা মুনাফা করে।
অপরদিকে প্রথম প্রান্তিকের (২০২০ সালের জুলাই-সেপ্টেম্বর) ব্যবসায় কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করে ৪০ পয়সা। এ হিসাবে চলমান হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭০ পয়সা। অথচ আগের হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৭১ পয়সা মুনাফা করে ছিল।
লোকসানে নিমজ্জিত হওয়ায় পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও ঋণাত্মক হয়ে পড়েছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৮ টাকা ৬২ পয়সা। ২০২০ সালের জুন শেষেও কোম্পানিটির শেয়ার প্রতি ৮ পয়সা সম্পদ ছিল। এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ২ টাকা ৩ পয়সা।
সম্পাদক ও প্রকাশক : মো : মাহবুবুর রহমান ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: হাবিবুর রহমান । সম্পাদক কর্তৃক বিএস প্রিন্টিং প্রেস ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর ঢাকা খেকে মুদ্রিত ও ৬০/ই/১ পুরানা পল্টন (৭ম তলা) থেকে প্রকাশিত বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১,৫১/ এ রিসোর্সফুল পল্টন সিটি (৪র্থ তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
ফোনঃ-০২-৯৫৫০৮৭২ , ০১৭১১১৩৬২২৬
Web: www.bhorersomoy.com E-mail : dbsomoy2010@gmail.com