সুলতান কবির :
জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা সহ মাঠে দিনরাত কাজ করছেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল।
টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম রুমে সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল -৫ (সদর) আসনের এমপি পদে প্রার্থীতা ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- আমাদেরকে বিনির্মাণ করতে হবে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পূর্ব শর্ত হচ্ছে জনগণের অংশগ্রহণ একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ড, ইউনুস কর্তৃক ঘোষিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইম ও রোডম্যাপ।
এজন্যই জাতীয়তাবাদী বি এন পি কে বিজয়ী করতে ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের পাশ্বে দাঁড়িয়েছেন।
জনতার মনকে জয় করে দলকে বিজয়ী করায় আমাদের মূল লক্ষ্য।
জাতীয়তাবাদী আদর্শের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠে কাজ করে নিজেদেরকে নিবেদিত করতে হবে।
টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুজ্জামান খান রন্টু, জেলা ছাত্র দলের সহ-সভাপতি কামরুজ্জামান খান, জেলা ছাত্র দলের সাবেক নেতা এনামুল হক স্বাধীন, শ্রমিকদল নেতা বাবুল সরকার, জাকসুর সাবেক এজিএস মোকলেছুর রহমান বাদল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান টুটুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে খন্দকার আহমেদুল হক সাতিল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পূর্নাঙ্গ রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।