|
রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ : শিমুল বিশ্বাস |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক : সোমবার (৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে, ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে"আসছে তারেক ভাই" শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন,বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির মেলবন্ধনে আমরা আজ এক নতুন নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। জাতির শক্তি হলো তার মেধাবী জনগণ—যারা পর্দার আড়ালে কিংবা সম্মুখসারিতে থেকে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও সংস্কৃতির চেতনা রয়েছে, তাদের বিকাশের কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়।
তিনি বলেন, বিশ্ব ইতিহাসে দেখা যায়, যেমন মহানবী হযরত মুহাম্মদ (সা.) আলোর বিপ্লব ঘটিয়েছিলেন, তেমনি বিশ্বের অনেক দার্শনিক, কবি ও রাজনীতিবিদ সমাজ বদলের অগ্রদূত হয়েছেন। বাংলাদেশের মাটিতেও আমরা পেয়েছি এক মহান নেতা—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের বীজ রোপণ করেছিলেন।
তিনি আরো বলেন, আজকের দিনে আমরা দেখি একটি নির্লজ্জ ষড়যন্ত্র আমাদের রাষ্ট্রের অর্থনীতি, সংস্কৃতি ও নেতৃত্বকে দুর্বল করার অপচেষ্টা করছে। তবে আমাদের মেধা, ঐতিহ্য ও সংস্কৃতির জাগরণই হবে সেই প্রতিরোধের প্রধান হাতিয়ার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তার অধিকার নিয়ে বাঁচতে পারবে।এই নবজাগরণে আমাদের রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে—একটি আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেন,খুব শীঘ্রই আগামী রাষ্ট্রের অভিভাবক তারেক রহমান দেশে ফিরছেন। এদেশের আপামর জনগণ অধিআগ্রহে অপেক্ষা করছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। দেশে ফিরে তিনি ৩১ দফা অনুযায়ী রাষ্ট পরিচালনা করবেন। আমরা তৃনমুল থেকে উনার নির্দেশে কাজ করে যাচ্ছি।
ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ এর সভাপতি মহিন খান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার, বাংলাদেশ সিটি ও পৌর আসনের মহাসচিব মোশারফ হোসেন মিলন, চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকারসহ প্রমুখ।
|
|
|
|
|