উন্নত পুষ্টির জন্য ডিএমএ-তে ছাদ বাগান সম্প্রসরন প্রকল্প
Date : 13-4-2023
রাজিবুল হক রনি ঃ
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সহযোগিতায় ৪টি সিটি করপোরেশনের আওতায় প্রকল্প বাস্তবায়ন করেছে মোট ১৫০০টি বাসার ছাদে এবং ২০ ট স্কুলের ছাদে ও বিভিন্ন স্থানে।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছাদ বাগান সংখ্যা ৫৫০টি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ছাদ সংখ্যা ৫৫০টি,গাজীপুর সিটি কর্পোরেশনে ২০০,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০০টি
এফও বাংলাদেশে ক্ষুধা ও দারিদ্র্ নিরসন,কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ ও স্থায়িত্বশীল কৃষি উন্নয়ন কাজ করে যাচ্ছে। ছাদ বাগান কার্যক্রম কৃষি উন্নয়নের একটি অংশ । প্রশিকা ২০১০ সালে ছাদ বাগান কার্যক্রম এর আওতায় মোট ২০০ টি বাগান সৃজন কারিগরি ও উপকরণ সহায়তা প্রদান করে। এই অঅভিজ্ঞতা কে আরও বৃহত্তর পরিসরে কাজ লাগানোর এবং নগর বাসির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন এবং স্থায়িত্বশীল কৃষি উন্নয়ন ভুমিকা রাখার নিমিত্তে উন্নত পুস্টির জন্য ডিএমএ তে ছাদ বাগান সম্প্রসারণ এই প্রকল্পে চুক্তি বদ্ধ হয়ে কজ করছে।
উন্নত পোষ্টের জন্য ঢাকায় ছাদ কৃষি সম্প্রসারণ, ঢাকায় ফুড সিস্টেমের একটি প্রকল্প।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ঢাকা প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে এবং প্রকল্পে কারিগারি সহায়তা প্রদান করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি। প্রকল্পটি অর্থায়ন করেছে নেদারল্যান্ডস সরকার। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় চারটি সিটি করপোরেশনের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পাকা বাড়ির খালি ছাদে বেড তৈরি করে, টবে বা ড্রামে শাক সবজি চাষাবাদ করে।এই ভাবে ছাদ বাগান তৈরি হয়।বৃহত্তর আকারে ছাদ বাগান বিল্ডিং সহ এর আশে পাশের তাপমাত্রা কমাতে সহায়ক হয়।বারাসের অতিরিক্ত কার্বন শোষণ এবং শব্দ নিয়ন্ত্রণে ভুমিকা রাখবে বলে আমাদেরকে জানান প্রশিকা কর্মকর্তারা।
উন্নত পুষ্টির জন্য ডিএমএ-তে ছাদ বাগান সম্প্রসরন প্রকল্পের" আওতায় আজ১২–০৪–২০২৩ তারিখ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রামকৃষ্ণ মঠ ও মিশনে এক সচেতনতামূলক প্রচারণা (Awareness Campaign) কর্মসুচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী পূণ্যদানন্দ মহারাজ।
প্রকল্পের পরিচিতি, উদ্দেশ্য ও সম্প্রসারণের প্রয়োজনীয়তা মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের ডেপুটি টিম লিডার কৃষিবিদ সুমনা রানী দাশ। মিস দাশ পরিসংখ্যান তুলে ধরে বলেন যে আমাদের প্রিয় ঢাকা মহানগরী ক্রমান্বয়ে তাপ দ্বীপে পরিনত হচ্ছে। এ থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হতে পারে রাজধানীতে ছাদ বাগান সম্প্রসারণ। মহানগরীতে ছাদ বাগান সম্প্রসারণ হলে আমরা নিরাপদ, বিষমুক্ত, টাটকা শাক-সবজি ও ফলের যোগানের পাশাপাশি পরিবেশ নির্মল থাকবে, বাড়বে ছাদের স্থায়ীত্ব, দৃঢ় হবে সামাজিক মেল বন্ধন এবং ছাদবাগান হবে জীব বৈচিত্র্যের আধার আর অবসরের কর্মক্ষেত্র। ছাদ বাগান সম্প্রারণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কৃষিবিদ শাওন মজুমদার, কৃষি সম্প্রসারণ অফিসার,মেট্রোপলিটন কৃষি অফিস, মিরপুর ও কৃষিবিদ জিএম বদরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার, কামরাঙ্গীর চর,ঢাকা। আরও বক্তৃতা করেন বাবু জয় প্রকাশ সরকার, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মঠ ও মিশন উচ্চ বিদ্যালয়। তিনি বলেন যে প্রকল্পের আওতায় রামকৃষ্ণ মঠ ও মিশনে যে প্রদর্শনী ছাদবাগান স্থাপন করা হয়েছে, তা হবে ছাত্র-ছাত্রীদের কৃষি শিক্ষার কেন্দ্র।
আলোচনা শেষে, রং বেরঙের ফেস্টুন ও প্লাকার্ডসহ প্রচারণামূলক Rally বের করা হয়।
এ প্রকল্পের কারিগরি সহায়তা করেছে জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং অর্থায়ন করেছে নেদারল্যান্ডস সরকার ও ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি আর প্রকল্পটি বাংলাদেশে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।