মোঃ সাইফুল ইসলাম হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় শ্রমিক লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) অপরাহ্নে উপজেলা অডিটরিয়ামে জাতীয় শ্রমিক লীগ হালুয়াঘাট উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান। প্রধান বক্তা ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম আযম খসরু। প্রধান অতিথি ছিলেন, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জামাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদ আনোয়ার খোকন, সন্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ প্রমূখ। এ সময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম আযম খসরুকে নৌকা উপহার দিয়ে বরণ করেন আওয়ামী মোটর শ্রমীক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ এম শফিক মুন্সী। এছাড়াও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ জেলা শাখাসহ হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জাতীয় শ্রমিক লীগ হালুয়াঘাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শিপলু খান। সম্মেলনে জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি পদে হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক আহবায়ক মোঃ আব্দুর রহমানকে সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক শিপলু খানকে সাধারণ সম্পাদক ও মোঃ আবু বাক্কার ভূইয়াকে কার্যকরি সভাপতি ঘোষণা করা হয়। বক্তাগণ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতিককে ভোট দিয়ে বিজয়ী করার
আহবান জানান। পাশাপাশি বক্তাগণ আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নমিনেশন বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেংকেই মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন ইমেজের নেতা ও সিমান্ত এলাকার সর্বমহলের আস্থার প্রতিক হিসেবে প্রদান করবেন। আপনাদেরকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।