সরিষাবাড়ীতে কারখানা বাচাঁতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Date : 26-9-2023
জামালপুরের সরিষাবাড়ীতে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ কারখানার ভূসম্পত্তি নিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা কোম্পানির উন্নয়ন কাজে বাধা প্রদান করায় এবং কোম্পানির ভূসম্পত্তি রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কোম্পানির কর্মরত শ্রমিকরা।
জানা গেছে সোমবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌর সভার প্রাণ কেন্দ্রে অবস্থিত আরামনগর বাজার এলাকায় দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ কারখানার গেটের সামনে কর্মরত শ্রমিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে কেএইচবি ফাইবার্স লিমিটেড এর শ্রমিকরা বলেন এ কারখানায় আমরা নারী-পুরুষ মিলে প্রায় আটশো শ্রমিক কাজ করি। এই শ্রমিকগুলোর প্রায় তাদের পরিবারের আরও ১০ হাজার মানুষের জন্য এখান থেকে আহারে ব্যবস্থা করছে। যদি কতিপয় দুষ্কৃতিকারীদের তান্ডবে এ কারখানা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এবং আমাদের পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা এইসকল দুষ্কৃতিকারীদের হাত হতে কারখানার পরিত্রাণ চাই।
এদিকে একই দিনে সকাল ১১ টায় সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজার ট্রাক পরিবহন সমিতির সামনে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ কারখানার কলোনীতে অবৈধভাবে বসবাসকারী সুইপার সম্প্রদায়ের সাথে একমত পোষন করে বাংলাদেশ অটো বাইক কল্যাণ সোসাইটির নেতা ও সদস্যরা আধঘন্টা শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই দিকেই যানচলাচলের ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এ সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার এস আই মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে তাদেরকে সমঝোতার বৈঠকের প্রস্তাব দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে সরিষাবাড়ী থানার ওসি ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ কারখানার ম্যানেজার আতিকুর রহমান আতিক কে নিয়ে সমঝোতা বৈঠকে বসেন।
এসময় বাংলাদেশ অটো বাইক কল্যাণ সোসাইটি আরামনগর শাখার সভাপতি মুরাদ হাসান, সাধারন সম্পাদক রঞ্জু মিয়া, স্থানীয় নেতা বিশু মিয়া, আরিফ হোসেন সহ কলোনীর বসবাসকারীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সকলের সমস্যাবলী নিরসনে ঊর্ধ্বতনদের সাথে কথা বলে সমাধান করা হবে বলে আশ্বাস দেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর। পরে বিক্ষুব্ধরা তাদের কর্মসুচী প্রত্যাহার করে চলে যান।
এ ব্যাপারে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ কারখানার ম্যানেজার আতিকুর রহমান আতিক জানান, স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা কোম্পানির উন্নয়ন কাজে বাধা প্রদান করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছে।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন দীর্ঘদিন যাবৎ দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিঃ কারখানার কিছু সম্পত্তি ট্রাক ও অটোবাইক সমিতি সহ সুইপারদের দখলে থাকায় কারখানার কর্তৃপক্ষের সাথে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।