চকবাজার এলাকায় কয়েকটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিলো রাজধানী উন্নয়ন কৃতপক্ষ (রাজউক) ভবন গুলো নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল বলে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা
রবিবার(১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৫/৩ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ৫/৩ আওতাধীন চকবাজার পোস্তা এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকি অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন বলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন ভবন মালিক।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন-৫/৩ এর পক্ষে অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসান ইমান, সহকারি অথরাইজড অফিসার ইসমাইল হোসেন,
প্রধান ইমারত পরিদর্শক জাহিদুল ইসলাম ও সুজন আহামেদ, ইমারত পরির্দশক শাহীন আরিফুর রহমান, ইমারাত পরিদর্শক আবু সায়েম,ইমারাত পরিদর্শক, বিধান চন্দ্র কর্মকার, ইমারাত মোঃ গোলাম কিবরিয়া, ইমারত পরিদর্শক আব্দুল আলিম সহ অনন্য ইমারত পরির্দশক, উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।