নওগাঁয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
Date : 21-2-2024
সাহেব আলী, নওগাঁ
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
নওগাঁ বিচার বিভাগের বিজ্ঞ জেলা দায়রাজজ মোঃ আবু শামীম আজাদের নেতৃত্বে রেলি নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল ,জেলা প্রশাসক গোলাম মওলা ও পুলিশ সুপার রাশিদুল হক।পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এছাড়াও সকাল ১০ টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং বিকেলে জেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনারের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।