অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, নদীর এরকম বাঁধ দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা।
শনিবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। ফারুক-ই-আজম বলেন, মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, তা পর্যাপ্ত নয়। এটি ছোট কোনো প্রজেক্ট নয়, একটি বিশাল প্রকল্প। তাই এর বাস্তবায়নে ‘এ-ক্লাস’ মানের কারিগরি দক্ষতা, পরিকল্পনা ও উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, বারবার এমন প্রকল্প নিয়ে কাজ করা সম্ভব নয়। একবারই যেন টেকসইভাবে সমস্যার সমাধান হয়, সেই চিন্তা থেকে কাজ করতে হবে।
ত্রাণ বিতরণ নিয়ে অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, মাঠপর্যায়ে যথাযথভাবে কাজ হচ্ছে কিনা, কোথাও অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি থাকে, সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হয়- সেটি নিশ্চিত করা হবে।
বন্যার ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ভুক্তভোগী ও স্থানীয়দের অভিজ্ঞতা ও মতামত জানার জন্যই আমরা এখানে এসেছি। কী করলে এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, সে বিষয়ে তাদের মতামত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।