রামগঞ্জ উপজেলার নাগমুদ জুনিয়র যুব ক্রীড়া সংঘের উদ্যেগে দুই শতাধীক হতদরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখা হয়।সংগঠনের সভাপতি ফয়সাল মাহমুদের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিনের সার্বিক তত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল মদিনা ব্রীক্সের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন রাজিব।মুফতি কাউছার আহম্মদ এসময় বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
নাগমুদ জুনিয়র যুব ক্রীড়া সংঘের সদস্য মোশাররফ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ আহম্মদ, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহছান আহম্মদ রাছেল, আবদুল হামিদ বিএসসি, ইউপি সদস্য আমিনুর রশিদ, মাওলানা মুসলিম, মদিনা ব্রীক্সের পরিচালক তপন দেওয়ান, তফাজ্জল হোসেন দুলাল মোল্লা, উপদেষ্টা ফারুক হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক ও মনির হোসেন পাটোয়ারী।