পলাশবাড়ী উপজেলার উন্নয়নে কাজ করতে চান তৌহিদুল ইসলাম মণ্ডল
Date : 31-4-2024
লালচান বিশ্বাস সুমন গাইবান্ধা জেলা প্রতিনিধি
শ্রম মেধা আর মানবতা মানব চরিত্রের একটি মহৎ গুন। এই তিনটি গুনেই পারে একজন ব্যক্তিত্বকে জনপ্রিয়তা লাভ করাতে। এমনি একজন ব্যক্তিত্ব বর্তমান গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল। সাধারণ জনগণের সেবক হিসাবে পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তৌহিদুল ইসলাম মণ্ডল নামটি আজ সর্বজনবিদিত। বিশেষ করে তিনি মানব সেবাকে পেশা হিসেবে বেঁচে নেন। এ পেশায় নিজের প্রতিভা দিয়ে জয় করে আসেন এলাকার সাধারণ মানুষের হৃদয়। এরই ফলশ্রুতিতে দু`বার ইউপি নির্বাচনে মহদীপুর ইউপি চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন।
তৌহিদুল ইসলাম মণ্ডল জানান, এ বিজয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান সৃষ্টিকর্তা আমাকে জনগণের কাছে যেতে, তাদের সেবা করতে ও সুখ-দুঃখের কথা শোনার ও তাদের জন্য কিছু করার সুযোগ করে দিয়ে ছিলেন, সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সম্মানিত ভোটারদের জানাই সালাম। আমি মনে করি আমার এ বিজয় মানে মহদীপুর ইউনিয়নবাসীর বিজয়। কাজেই আমার বিজয়ের আনন্দের অংশীদার কেবল ভোটাররাই নন এ আনন্দের ভাগীদার সবাই। আমি এলাকার প্রত্যেকের কাছে দোয়া চাই, যেন আমৃত্যু জনগণের পাশে থাকতে পারি। দেশের সামগ্রিক উন্নয়নের সাথে যুগপৎভাবে এগিয়ে এ উপজেলার সাধারণ জনগণের মুখে হাসি ফুটাতে পারি। নাগরিক সচেতনতাই পরিবর্তনের শক্তি। নাগরিকগণ সচেতন হলেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইউপি চেয়ারম্যান পদ লাভ করার পর বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যথেষ্ট অবদান রেখেছি। এবারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করে উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। এ জন্য চাই সবার দোয়া ও ভালোবাসা।
উপজেলার অনেকেই বলছেন, তৌহিদুল ইসলাম মণ্ডল একজন সর্বজনবিদিত ব্যক্তি।
এবারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে শক্ত প্রার্থী হিসেবে শুধু মনে করা হচ্ছে না সেই সাথে নির্বাচিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন উপজেলার সর্বস্তরের জনগণ।
সচেতন মহলের প্রত্যাশা, এগিয়ে যাক উদ্যোম গতি নিয়ে তৌহিদুল ইসলাম মণ্ডল। প্রতিফলিত হোক উপজেলাবাসীর উন্নয়নের স্বপ্ন। পলাশবাড়ী উপজেলা বাসি চাই তার পুনঃ পুনঃ সফলতা।