সোনারগাঁয়ে বন্ধ এতিম খানায় প্রতি মাসে পাচ্ছেন ১৮হাজার টাকা দেখার যেন কেউ নাই
Date : 31-4-2024
মোক্তার হোসেন সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলায় বারদী ইউনিয়নে দীর্ঘ আড়াই বছর যাবৎ বারদী আল আমিন এতিমখানাটি বন্ধ ও পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। কিন্তূ প্রতিমাসে ৯ জন ছাত্রছাত্রীদের জন্য সরকার বরাদ্ধকৃত পাচ্ছেন ১৮হাজার টাকা।সোনারগাঁ উপজেলা সমাজকল্যাণ অফিস থেকে মাদ্রাসার এতিম ছাত্রছাত্রীদের ভরন পোষনের জন্য সরকার দিয়ে থাকেন। জনপ্রতি ২হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন। এই টাকা গুলো সমাজ কল্যাণ অফিস থেকে ৬মাস অন্তর অন্তর তাদের একটি চেক এর মাধ্যমে পরিশোধ করে থাকেন।ঈদুল ফিতরের আগে রমজান মাসে ১লক্ষ৮হাজার টাকার সোনালী ব্যাংকএর একটি চেক মোঃ আল-আমীন হুজুরের কাছে সমাজকল্যাণ অফিস থেকে দেওয়া হয়।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,সমাজ কল্যাণ ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বারদী আল- আমিন এতিমখানাটি স্থাপিত হয়েছে-১৯৯৬ সালে রেজিষ্ট্রশন নং -২১১ ছাত্রছাত্রীদের সংখ্যা ২৬জনের মধ্যে ৯জন রয়েছে। এখন বন্ধ অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানান,এই মাদ্রাসাটি আগে খুব সুন্দর ভাবে চলত,বড় হুজুর মারা যাওয়ার পর এখন আর তেমন ছাত্রছাত্রী নাই।আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে।এখন আর মাদ্রাটি চলে না।তারা এখন সরকারের কাছ থেকে টাকা তুলে নিজেরাই বন্টন করে খেয়ে ফেলছে। এ ব্যাপারে সমাজকল্যাণ অফিস সব জানে। কেন?আপনারা জানেন না?
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সমাজকল্যাণ অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,আমি এখানে চার মাস হলো কাজে যোগদান করেছি। আমাকে এ বিষয়ে জানিয়েছেন,আমি সরেজমিনে গিয়ে এর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিব।