মাহমুদুল হাসান
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ অফিস এবং আশপাশের এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃত তিন দালালকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দালালের পরিচিতি:
১. মোঃ রোয়ান (২৮) – ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
২. মোঃ সজল (২৮) – ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
৩. মোঃ হাবিবুর মোল্লা (২৫) – ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত ০৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার জানান, গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিআরটিএ অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা প্রদান করা হয়েছে। তিনি বলেন, “এ অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের আনসার সদস্যরা নিয়মিত টহলে আছেন, যারা এসব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।”
অভিযানে আনসার পিসি মোঃ বদিউজ্জামান এবং এপিসি মোঃ মোস্তফা এর নেতৃত্বে আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের সহযোগিতায় সঠিকভাবে দালাল চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়েছে।
এসময় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার আরও বলেন, “এ ধরনের দালালদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সড়ক পরিবহন ব্যবস্থায় দুর্নীতি ও দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। এ ধরনের অভিযান চলতে থাকলে বিআরটিএর কার্যক্রমে আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরবে বলে আশা করা যাচ্ছে।
|