মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম   * ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাক বরখাস্ত   * প্রধান উপদেষ্টা : স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি   * খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকীর   * "যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্পে দুর্নীতির গন্ধ: ৩০০ কোটি টাকার বরাদ্দ ঘিরে মাসুদদের নাম ঘুরছে ফের"   * জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’   * এনজিও চালানো আর সরকার চালানো আর এক না : এম এ আজিজ   * ‘নীরব কিংবদন্তি’ দি মারিয়ার ইউরোপ অধ্যায় শেষ   * চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু   * ৬ হাজার কোটি ডলার দান করে ওয়ারেন বাফেটের ইতিহাস  

   জাতীয়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, ১৫ জন আহত
  Date : 14-06-2025

জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১৫জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় জেলার ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার মধ্যরাত ৩ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জেলার ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আজ শনিবার সকালে আরও দু`জন যাত্রী মারা যায়।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দু`জনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী ও অপরজন আমিনুল ইসলাম (৩৫) পিতা আমজাদ আলী। তারা দু`জন পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা।

পুলিশের সূত্রটি জানায়, গতকাল শুক্রবার রাত ১২ টায় ঘোড়াঘাট উপজেলার ওই এলাকায় একটি আম বোঝাই পিকআপ ভ্যান উল্টে যায়। স্থানীয় প্রশাসন ও শ্রমিকরা সেটি সরিয়ে নিতে কাজ করছিলেন। এর মধ্যে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নাবিল কোচ রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত আম বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বিকল বালুবাহী ট্রাকেও ধাক্কা দেয়।ফলে কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কোচের মধ্যে থাকা যাত্রীরা অনেকেই ওই সময় ঘুমাচ্ছিলেন। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয় এবং ৩ জন ঘটনাস্থলেই মারা যায়।

এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

তিনি বলেন, আমরা রাত ৩ টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি ৩ জন মারা গেছেন। দুর্ঘটনা কবলিতে কোচের মধ্য থেকে  ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে আরও দু`জন মারা যান। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানান্তরিত করে আজ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ,ন,ম নিয়ামত উল্লাহ জানান, দুর্ঘটনায় বাসের ৫ যাত্রী নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেছেন।দুর্ঘটনা কবলিত কোচ ও পিকআপ ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা পর নাবিল কোচের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

নিহত ৫ জনের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশের সূত্রটি জানায়। 
 



  
  সর্বশেষ
"যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্পে দুর্নীতির গন্ধ: ৩০০ কোটি টাকার বরাদ্দ ঘিরে মাসুদদের নাম ঘুরছে ফের"
ইরান-ইসরায়েল সংঘাত : যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়
পাওনা নিয়ে দ্বন্দ্ব পিডিবি-আদানি
সাংবাদিক আক্তার হোসেন খোকার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাবুগঞ্জে মানববন্ধন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশক: রিনা বেগম
প্রধান সম্পাদক : মো: হাবিবুর রহমান
প্রকাশক কতৃক ৫১/৫১ এ পুরানা পল্টন থেকে প্রকাশিত । সোনালী প্রিন্টিং প্রেস ২/১/এ ইডেন ভবন ১৬৭ ইনার সার্কুলার রোড মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত । বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ৫১/৫১ এ পুরানা পল্টন (৪র্থ তলা) , ঢাকা - ১০০০।
ফোন: ০২২২৩৩৮০৮৭২ , মোবাইল: ০১৭১১১৩৬২২৬