তোমার আমার শেষ দেখা’ এ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহেদী হাসান ও মাসুদ খান
Date : 26-2-2022
বিনয় কৃষ্ণ মন্ডর,আশুলিয়াঃ
জনপ্রিয় সংগীতশিল্পী, ও উদ্যোক্তা মাসুদ খান এবং এমডি মেহেদী হাসান নিয়ে আসছেন নতুন এ্যালবাম ‘তোমার আমার শেষ দেখা’। আসন্ন এ এ্যালবামটি নিয়ে কথা হয় সংগীতশিল্পী, ও উদ্যোক্তা মাসুদ খান এবং এমডি মেহেদী হাসানের সাথে। তারা জানান, গত দুই মাস ধরে তারা একসঙ্গে কাজ করছেন এ্যালবামটি নিয়ে। ইতোমধ্যে কাজ শেষ পর্যায়ে। এটি নিয়ে তারা খুবই আশাবাদী। শিগ্রই প্রতিটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে এ্যালবামটি প্রকাশ করা হবে। এরজন্য আমাদের সেরাটা দিয়ে যুক্ত করেছি। সংগীত প্রেমি সকলেই আমাদের এ সৃষ্টি পছন্দ করবেন বলে আশাবাদী তারা। ২০২২ সালেই আরেকটি এ্যাপলবাম ‘শূণ্য ছোয়া’ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান। এরই মধ্যে মাসুদ ও মাহেদীর যৌথ এ্যালবাব `কাব্বো লিখি` সংগীত প্রেমীদের অনুপ্রাণিত করেছে। অ্যাপল মিউজিক, আইটিউনস, ডিজার এবং স্পটিফাই-এর মতো জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে ইতিমধ্যেই একজন যাচাইকৃত শিল্পী তারা। এমডি মেহেদী হাসান একজন তরুণ বাংলাদেশী সঙ্গীতশিল্পী, ডিজিটাল মার্কেটার ও সফল উদ্যোক্তা এবং মাসুদ খান একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী এবং উদ্যোক্তা। খুব অল্প বয়স থেকেই সংগীতে কাজ শুরু করেন। তার প্রথম এ্যালবাম `ভোরের শুকতারা`।